Answered 3 years ago
কিনে দিন? এক্টু অবাক হবেন, যে এই টুকু ছেলেকে কেন স্মার্টফোন কেন কিনে দিতে বলছি, তাহলে শুনুন
আপনার ভাগিনার মত আমার ভাতিজাও স্মার্টফোনের বায়না ধরেছিল! সাধারণত বাসায় যখন যাই ভাতিজা আমার কাছেই বেশির ভাগ সময় থাকে। ফোনেও মোটামুটি গেমস ইনস্তোটল দেওয়া ছিল। ও আর দুজন মিলেই খেলতাম, টুকটাক গান শুনতাম। আস্তে আস্তে একপর্যায়ে লক্ষ্য করলাম আমার ফোনের প্রতি এডিক্টেড হয়ে যাচ্ছে বৈকি হয়েই গেছে। ভাবতে লাগ্লাম কি করা যায়, মোবাইলের আপ্সগুলো আস্তে আস্তে আনস্টল দেয়াশুরু করলাম, নেটেও ঘাটাঘাটিশুরু করলাম, বেশ কিছু আইডিও পেলাম। আবার এক স্যারের কথা মনে পড়ল, একদিন ক্লাসে পড়া না হওয়ার জন্য দাড় করিয়ে বকে ছিলেন, বকার এক পর্যায়ে বলেন, পড়ার সময় যদি (অমুকের মুখ/তমুকের মুখ) ভাসে তাহলে ওই অমুক, তমুকের মুখি আগে দেখো তার পর পড়ার টেবিলে বসো। তো আমিও আইডিয়া পেয়ে গেলাম, বাধ্য হয়েই কুলাতে না পেরে একপর্যায়ে কিনে দিয়েছিলাম। সাথে দুটো গেমসও ইনস্টোল দিয়েছিলাম,, আর ভাইকে বলেছিলাম মোবাইলে যেন কেউ কিছু ইনস্টোল না দেয়। তারপরে বাড়িতে মোবাইলে খুবপ্রয়োজন না হলে কেউ ফোন ব্যবহার করে না সেটাও বলে রাখলাম। ১মাস দেখি ভালোই ব্যস্থ,,, ঘুরেফিরে একই গেমস, আরঅ ভালো লাগে না,,,দেখলাম আইডিয়া টা কাজে লেগেছে। আমিও এই সুযোগ টা কাজে লাগালাম,, তাকে একটা নতুন সাইকেল কিনে আস্তে আস্তে সাইকেল চালানো শেখালাম,,। এখন ভাজিতা মোবাইলে মোটরসাইকেল চালানো আর বাস্তবেে সাইকেল চালানোর পার্থক্যটা বুঝতে পেরেছে,, এখন আবার আমার দেখাদেখি স্কেটিং চালানোর জন্য পুরোপাগল হয়ে আছে,,, বলেছি একবছর আমার কথামতো চল্লে কিনে দিব,,,,,,,, ব্যাস কাজ হয়েছে,,,
titu publisher