আমার বোনের বিয়ে হয় না। এটা নিয়ে আমার স্ত্রী আমাকে অনেক কথা শোনায়, ঝগড়া হয় মাঝে মাঝে আমাদের। কী করবো?

1 Answers   6.6 K

Answered 2 years ago

'আমার বোনের বিয়ে হয়না' কথা শোভন নয়। বিয়ে হয় না, হবে। হয়তো কিছুটা সময় লাগবে। লাগুক তাতে সমস্যা কি? আর আপনার বোন যদি আজীবন বিয়েই না করে তাহলে আপনার স্ত্রীর সমস্যা কি? বাংলাদেশে লাখ লাখ মেয়ে আছেন, তাদের বয়স ৩০/৩৫ পেরিয়ে গেছে কিন্তু বিয়ে হচ্ছে না। এটা স্বাভাবিক। আজ হোক, কাল হোক বিয়ে হবেই। কবি বলেছেন, দেরী হোক যায়নি সময়। আপনার স্ত্রীকে লাই দিবেন না। সে কলকাতার বাংলা টিভি সিরিয়ালের দুষ্ট মহিলাদের মতোন আচরন করছেন।

কথা হচ্ছে আপনার স্ত্রীর সমস্যা কি? আপনার স্ত্রীকে কঠিন করেই বলুন আমার বোন সম্পর্কে তুমি কোনো কথা বলবে না। সে বিয়ে করুক বা না করুক। তার বিয়ে হোক বা না হোক। এই বিষয় নিয়ে তুমি কোনো কথা বলবে না। তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি তোমার ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে যাও। কিন্তু খবরদার আমার বোনকে নিয়ে কোনো কথা বলবে না। নো নেভার। এরপরও যদি সংসারে অশান্তি করো তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দিবো। দেখবেন এই কথা বললেই সে ভয় পেয়ে যাবে। ভালো হয়ে যাবে।

স্ত্রীকে এতটা ছাড় দিবেন না। স্ত্রী জাতি সুযোগ পেলেই মাথায় চড়ে বসে। শাসন করবেন। শাসনে রাখবেন। দরকার হলে ভয় দেখাবেন। রাগ দেখাবেন। চিৎকার দেবেন। তবে আগে আদর ভালোবাসা দিয়ে বুঝাবেন। বুঝ মানলে ভালো। না মানলে ধমক। ধমকে কাজ না হলে বলবেন তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। কারন তুমি বেয়াদপ। ভালো হও। তারপর আমি তোমাকে নিজে গিয়ে নিয়ে আসবো।

এমনিতেই বোনের বিয়ে হচ্ছে না। হয়তো আপনার বোনও কিছুটা লজ্জার মধ্যে আছেন। অস্বস্তির মধ্যে আছেন। কোথাও কোথাও অনেকখানি ছোট হয়ে আছেন। তাই তার সাথে ভালো করে কথা বলুন। তাকে সময় দিন। আপনার বোন আপনার দায়িত্ব অনেক বেশি। আর আপনার স্ত্রীকে অন্তত বোনের বিষয়ে কোনো ছাড় দিবেন না। তাকে কঠিন করে বলে দিন আমার সাথে থাকতে হলে আমার বোনকে ভালোবাসতে হবে। এবং তাকে নিয়ে বাজে কথা বলা যাবে না।

Munni Khatun
munnisha05
305 Points

Popular Questions