আমার বয়স ২৯, আমি কোন সহজ বা জটিল কাজের সিদ্ধান্ত আমি নিজে নিতে পারি না, এখন আমার কী করা উচিত?
0
0
1 Answers
9.6 K
0
Answered
2 years ago
মন যখন বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। মনের একাগ্রতা দরকার। আর সেইজন্যই একটা সুশৃঙ্খল জীবন গড়তে হবে। মনের একাগ্রতা আনার জন্য মেডিটেশন এক এবং একমাত্র ওষুধ। পৃথিবীর কোনো ডাক্তার, মনোবিদ মনকে ঠিক করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা মনের যত্ন করব।
ধন্যবাদ
imtiyazahmed publisher