Answered 2 years ago
আপনি যেহেতু এইচএসসি পাশ করে ফেলেছেন সে ক্ষেত্রে আমি বলব, যদি আপনি পড়ালেখার পরপরই কোন পেশাতে যোগদান করতে চান তাহলে যতো দ্রুত সম্ভব বিভিন্ন দক্ষতা গুলো অর্জন করতে শুরু করুন ।
ভাষাভিত্তিক বিভিন্ন কোর্সগুলো করতে পারেন যেমন ইংরেজি, বাংলা, জাপানি, চীনা ভাষা ইত্যাদি। এই কোর্স গুলো করতে হয়তো বা কিছু টাকা লাগবে তবে এর উপকারিতা আপনি সঠিক সময়ে গিয়ে বুঝতে পারবেন।
কম্পিউটারের কোর্সগুলো করতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ড, অফিস, এক্সেল ফটোশপ ইত্যাদি কোর্স গুলো করুন।
কথা বলা অর্থাৎ সাংবাদিক ভিত্তিক কোষগুলো করতে পারেন। সরকারি বেসরকারি রেডিও চ্যানেল অথবা টিভি চ্যানেলে যোগ দিতে চাইলে এটা অনেক গুরুত্বপূর্ণ। যদি তাহলে এখনি লেগে পড়ুন।
এই কোর্স গুলো করে যেই সার্টিফিকেট গুলো পাবে তা পড়াশোনা শেষ করেই কর্মস্থলে যোগ দিতে অনেক সাহায্য করবে। যদি ভবিষ্যতে ভালো চান তাহলে এখনি সময়।
দিনে অন্তত তিনটি করে কোর্স করুন। প্রতিটা কোর্স সর্বোচ্চ ১ বছর মতো লাগবে। এই এক বছরের কষ্ট পরবর্তী জীবনে আরাম এনে দিবে
mahbubalom publisher