আমার বয়স ২১। অনার্স ৩য় বর্ষে আছি। বাংলাদেশি প্রেক্ষাপটে আমাকে কোন কোন বিষয় শেখার জন্য আপনি পরামর্শ দিতে পারেন আমার জন্য ফলপ্রসূ হবে?

1 Answers   13.3 K

Answered 2 years ago

একটা কথা শুরুতেই বলে রাখি, এই সময়ে দাঁড়িয়ে আপনি শুধুমাত্র বাংলাদেশ টার্গেট করে খুব ভালো কিছু করতে পারবেন না, আপনাকে অবশ্যই পৃথিবীর বিভিন্ন বিষয় নিয়ে জ্ঞান রাখতে হবে। তাহলে আপনি এমনিতেই বুঝতে পারবেন, বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে।


সবথেকে বড় কথা হচ্ছে, আপনি খুব ভালো সময়ে খুব ভালো একটি সিদ্ধান্ত নিয়েছেন। এই বয়সটা ক্যারিয়ার গঠনের খুব ভালো একটা সময়, এবং সবার উচিৎ এই বয়স থেকেই ক্যারিয়ার গঠনে মনোযোগী হওয়া।


চলুন কিছু পয়েন্ট নিয়ে কথা বলিঃ


নেটওয়ার্ক গ্রো করুনঃ ক্যারিয়ার গঠনে নেটওয়ার্ক খুবই গুরুত্বপূর্ন একটি ব্যাপার। আপনি যত বেশি মানুষের সাথে কানেক্ট হতে পারবেন, আপনার ক্যারিয়ার তত বেশি স্মুদ হবে। ভালো কানেকশন থাকার কারণে অনেক কাজ অনেক সহজে করতে পারবেন। আসলে ভালো নেটওয়ার্কের গুরুত্ব এবং ভালো দিক বলে শেষ করা যাবে না। একটা উদাহরণ দিই। ট্রাইমোনিয়াল পডকাস্ট নিশ্চয় অনেকে শুনেনে। এই ডিসেম্বরে তারা অনেক গুলো লাইভ প্রোগ্রাম করেছে, এবং বেশ পরিচিত লাভ করেছে। তারা ৩ জন যদি একসাথে কানেক্ট না হয়ে ইনডিভিজুয়ালি কাজ করে যেতেন, তাহলে তারা বিভিন্ন লাইভ প্রোগ্রামে এতটাও পরিচিতি বা রেসপেক্ট পেতেন না।

ভাষাগত দক্ষতাঃ "জীবন দিয়েছি বাংলার জন্য, আর চাকরি হয় না ইংরেজির জন্য"- এমন ধরনের আবেগী চিন্তা মাথায় থাকলে ঝেড়ে ফেলুন। ইংরেজি ভাষায় Listening, Writing, Speaking ৩ বিভাগেই নিজেকে সাবলীল করে তুলুন।

বই পড়ুনঃ একাডেমিক বই নয়, বরং আত্মউন্নয়নমূলক বিভিন্ন বই পড়ুন। দেখবেন, অনেক বিষয়ে ধারণা বেশ স্বচ্ছ হয়ে যাবে। আর মানসিক প্রশান্তির জন্য সাহিত্য পড়বেন অবশ্যই।

নিজেকে প্রোডাক্টিভ করে তুলুনঃ ফেসবুক, ইউটিউবে ১০ টা মজার ভিডিও না দেখে, কম্পিউটারে বসে নিজের টাইপিং স্পিড বাড়ানোর চেষ্টা করলেও সেটা লং টার্মে আপনাকে সুফল দিবে।

কম্পিউটার শিক্ষাঃ কম্পিউটার বিষয়ক জ্ঞান মাস্ট। না না, কম্পিউটার কে প্রথম আবিষ্কার করে তা পড়তে বলছি না। আপনাকে একটা কম্পিউটার দিয়ে ব্যাসিক কিছু কাজ করতে বললে আপনি যেন সেটা পারেন।

উপার্জন শুরু করুনঃ আপনি যতই মোটিভেশনাল ভিডিও দেখেন, যতই ভালো ভালো বই পড়েন, দিনশেষে উপার্জন করতে না পারলে আপনি জিরো (০)…! আর উপরে যত গুলো পয়েন্ট নিয়ে কথা বলেছি, সে সব গুলো পয়েন্ট তুলে ধরার কারণ হচ্ছে আপনার উপার্জন যেন মোটামুটি বেশ ভালো হয়। আপনি এখন থেকেই যেকোন ধরনের চাকরি, ব্যবসা করে সেখান থেকে উপার্জন শুরু করুন। যদি ঘরে বসে কাজ করতে চান, তাহলে ফ্রিল্যান্সিং শিখুন। বাংলাদেশে অদুর ভবিষ্যতে ওয়েব ডেভেলপার আর ডিজিটাল মার্কেটার এর চাহিদা ব্যাপক আকারে বেড়ে যাবে। এই ২ টির যেকোন সেক্টরে নিজেকে দক্ষ করে তুললে অনেক সুবিধা পাবেন। (অন্য সেক্টরের কথা কেন মেনশন করি নাই, এমন প্রশ্ন করার দরকার নাই। কারণ আমি যেটা বলেছি, সেটা অবশ্যই মার্কেট ভ্যালু বিচার করে ভেবেচিন্তে বলেছি।)

আরেকটি কথা বলি, এখন থেকে নিজের স্বাস্থ্য নিয়ে কাজ করা উচিৎ। অন্তত ফিটনেস যেন বজায় থাকে। (বলে রাখি, একমাত্র এই ১ টা বিষয় কোন এক অজ্ঞাত কারণে আমি জানলেও কেন জানিনা করে উঠতে পারি না! sad life!)

কতদুর মানবেন জানি না, কিন্তু এখন থেকে বন্ধুদের সাথে নিয়ম করে আড্ডা বা PUBG নিয়ে পড়ে না থেকে, উপরের কাজ গুলো এখন থেকেই শুরু করলে, ২৫-২৬ বছর বয়সে চাকরি নাই বলে অযুহাত দেখানো লাগবে না, বরং সঠিক পদক্ষেপ নিলে অন্য ১০ জনকে চাকরি দিতে পারবেন।

Dorud Uddin
dorududdin
459 Points

Popular Questions