আমার বয়স কয়েক মাস পর ১৮ শুরু হবে। আমার পরিবার একজন ৩৬ বছর বয়সের ব্যক্তির সাথে আমার বিয়ে ঠিক করছে। আমিও এতে রাজি আছি। এখন ভবিষ্যতে কি আমি সুখী হতে পারবো?
2
0
1 Answers
9.5 K
0
Answered
2 years ago
এই ব্যাপারে উত্তর দেয়ার জন্য আমি এক্সপার্ট নই। আমি সাধারণত Information Technology-র বিষয় নিয়ে লিখে থাকি। তবু আপনার প্রশ্নটি দেখে কিছু কথা বলতে পারি বলে মনে হলো।
মানুষের চিন্তা-ভাবনা-আচার-আচরণ তৈরি হয় তার পরিবার-সমাজ-শিক্ষা-বন্ধু-বান্ধব ইত্যাদি দ্বারা। বাঁকি যা থাকে সেটুকুকে আমরা আমাদের নিজস্ব ব্যক্তিত্ব বলতে পারি। কারও কারও এই নিজস্ব ব্যক্তিত্বটাই বেশি প্রবল হয়, যাদেরকে আমরা ব্যক্তিত্ববান, অন্যরকম বলি, ইত্যাদি। যদিও ব্যক্তিত্ব পারিপার্শিক ঘটনা ও অভিজ্ঞতার সমন্বয়েই গড়ে ওঠে।
সকল সম্পর্কের ক্ষেত্রেই দুটি ভিন্ন মানুষ, ভিন্ন পরিবেশের মানুষ, ভিন্ন চিন্তা-ভাবনার মানুষ পরস্পরের কাছাকাছি আসে। আপনারা দু’জনের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম হবে। প্রথমত ৩৬ বছর বয়সী যিনি তাকে একজন ১৮ বছর বয়সী মানুষ এবং নারীর চিন্তা-ভাবনার ধরণ বুঝতে হবে। একইভাবে ১৮ বছর বয়সী আপনাকে একজন ৩৬ বছর বয়সী মানুষ এবং পুরুষের চিন্তা-ভাবনার ধরণ বুঝতে হবে।
আপনাদের সব কিছুই সুন্দর হবে, এমনকি মাঝে মাঝে একটু খুনসুটি, কপোট রাগ, খানিকটা মান-অভিমানও সুন্দর হবে, যদি এই বোঝাপড়ার ব্যপারটি ঠিক থাকে। তবেই আপনাদের ভেতর খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে, এক অন্যের প্রতি সহমর্মীতা-সহযোগীতা-বন্ধুত্ব-প্রেমের মনোভাব তৈরি হবে।
(আর এই বোঝাপড়াটা যদি তৈরি না হয়, তখন ছোটখাট ব্যাপারও অনেক বড় সমস্যা মনে হবে। তখন থাকবে শুধু মানসিক টানাপোড়েন এবং সমাজ-পরিবার-সন্তান ইত্যাদির দিকে তাকিয়ে নিজের সাথে সমঝোতা করে চলা। বিচ্ছেদের প্রসঙ্গে না যাই কারণ এটা আধুনিক সভ্যতার এক নতুন মহামারী। এই অনুচ্ছেদটি লিখতে হলো তার জন্য আমি যথেষ্ট কুন্ঠা বোধ করছি। পুরো লেখায় এই কথাগুলো অসুন্দর হলো।)
লক্ষ্য করবেন, পুরো উত্তরটিতে আমি শারিরীক বয়সটাকে গুরুত্ব দিইনি বরং মানসিক বোঝাপড়ার ব্যপারটাকে গুরুত্ব দিয়েছি। কারণ শারীরিক বয়স একটি বায়োলজিক্যাল ব্যাপার এবং এ ব্যাপারে একজন বিশেষজ্ঞ ডাক্তারই আপনাকে বা আপনাদেরকে ভালো পরামর্শ দিতে পারবেন।
আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।
babynaznin05 publisher