Answered 2 years ago
আপনার বউ 'সুন্দর' না হলে অনেকেই অনেক কথা বলবে।
আপনার বউ 'ইংরেজি' না বলতে পারলে অনেকেই অনেক কথা বলবে।
আপনার বউ চা করতে না পারলে অনেকেই অনেক কথা বলবে।
আপনার বউ সকাল ৫ টাই না উঠলে অনেকেই অনেক কথা বলবে।
আপনার বউ রুটি গোল না বানাতে পারলে অনেকেই অনেক কথা বলবে।
আপনার বউ পুরো বাড়ির দায়িত্ব না নিতে পারলে অনেকেই অনেক কথা বলবে।
আপনার বউ তার বাপের বাড়ি থেকে 'কিছু' না আনলে অনেকেই অনেক কথা বলবে।
আপনার বউ মোটা হলে অনেকেই অনেক কথা বলবে।
আপনার বউ পাতলা হলে অনেকেই অনেক কথা বলবে।
…
…
লিস্টটা শেষ করা যাবে না।
আপনি ভাবুন আপনার বউ কেমন হবে। সেরকম মেয়েকে বিয়ে করুন।
"যদি, লোকে কী বলবে বা ভাববে সেটাও আপনি ভাবেন, তাহলে লোকে কী ভাববে…"
ধন্যবাদ।
সাবধানে থাকুন। সুস্থ থাকুন।
salmon publisher