Answered 2 years ago
দ্রুত ডাক্তার দেখান। প্রসাব করার পরেও প্রস্রাবের চাপ থেকে যাওয়া এটা গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে। (আল্লাহ্ না করুন) যদি তাই হয়ে থাকে তাহলে যতটা সময় ব্যয় করছেন তত আপনার জটিলতা বাড়ছে।
আতঙ্কিত হবেন না, তবে সময় নষ্ট না করে ডাক্তারের পরামর্শ নিন। মনে রাখবেন, বেশী ব্যস্ত ডাক্তার এড়িয়ে, যে ডাক্তার সময় দেয়, কথা শোনে, এবং রোগীর সাথে কথা বলে তেমন ডাক্তার দেখাতে চেষ্টা করুন। তাই, মোটেও দেরী করা উচিত হবে না।
jannatjara publisher