আমার নিজের মোবাইল এবং WiFi আছে, আমি কীভাবে ঘরে বসে ইনকাম করতে পারি।?

1 Answers   7.5 K

Answered 2 years ago

মোবাইল দিয়া নানা ভাবে ইনকাম করা যায়। এখন বলা শুরু করলে লিস্টটা অনেক লম্বা হয়ে যাবে।তবুও হাতে গোনা কিছু বলব যা আপনি করতে পারেন। ১.ব্লগিং ২.মার্কেটিং ৩.কপি পেস্ট ৪.সার্ভিং মার্কেটিং এই অনেক প্রকার আছে। ব্লগিং ও অনেক রকমের। এগুলো সম্পর্কে গুগুলে চার্স করলে অনেক আর্টিকেল পাবেন। এর আগে যে কাজটি আপনি করতে চান তার উপর একটি কোর্স করে নিবেন। দক্ষতা ছাড়া এই সব ফিল্ডে কোন ভাত নেই।
Suzuka
suzuka
276 Points

Popular Questions