আমার টাকা নেই কিন্তু বিশ্ব ভ্রমণ করতে চাই। কিভাবে করবো?

1 Answers   5.3 K

Answered 3 years ago

টাকা নেই কিন্তু বিশ্ব ভ্রমণ করতে চান, মুশকিল কিন্তু অসম্ভব নয়। তবে শুরুতে বলে রাখি টাকা ছাড়া সাহেবের মতো পায়ের উপর পা তুলে বিশ্ব ভ্রমণ কোনোদিন সম্ভব না, বসে খেলে রাজার ধনও ফুরিয়ে যায়। তো দু'ভাবে বিনা পয়সায় বিশ্ব ভ্রমণ করা যায়। একটি সম্পুর্ণ টাকা ছাড়া, অপরটি ভ্রমণকালে আয় করে। আর এই দু উপায় একে অপরের পরিপূরক। তাই একটিকে ছেড়ে অন্যটি কল্পনা করা মুশকিল।


প্রথমটা দেখা যাকঃ


ভ্রমনকালে সাধারণত তিনভাবে টাকা খরচ হয়ে থাকে। আর তা হলো এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতে, যাত্রিযাপনে এবং খাওয়া দাওয়াতে। এই চাহিদাগুলো মিটিয়ে নিতে পারলে বাজেট ট্রাভেলিং অনেক সহজ হয়ে যায়। তো আসুন জেনে নেওয়া যাক কিভাবে যাতায়াত, যাত্রিযাপন ও খাওয়া দাওয়া ফ্রিতে করতে পারবেন।


Hitchhiking [1]ভ্রমণে যাতায়াতের একটি জনপ্রিয় ও সস্তা উপায়। এর সাহায্যে আপনি বাস, ট্রাক, মোটরসাইকেল, মাইক্রোবাসসহ যেকোনো যানে বিনামূল্যে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতে পারেন।

ভ্রমণকালে রাত্রিযাপনের জন্য আপনি নিকটস্থ কোনো ধর্মশালাতে থাকতে পারেন। অনেকে মুসাফিরদের নিজেদের বাড়িতে আপ্যায়ন করতে পছন্দ করেন তাই স্থানীয় বাসিন্দার বাড়িতে অথিতি হিসেবে থাকতে পারেন।

বাংলায় একটা প্রবাদ আছে, খিদার জ্বালা বড় জ্বালা। তো খিদার জ্বালা মেটাতে আপনি ফ্রি খাবারের ইভেন্টে যেতে পারেন, যেমন বিয়ের অনুষ্ঠান। অথবা বর্তমান সময়ে অনেক ফুড এপস ফ্রি মিলের অফার দেয়। আপনি অফার গুলো লুফে নিতে পারেন। তাছাড়া ধর্মশালাগুলোতেও খেতে পারেন। যদিও খিদার জ্বালা মেটাতে এই কয়টি উপায় যথেষ্ট নয়।

পরের উপায়টিঃ


উপরের তিনটি উপায়ে আপনি ভ্রমণ করতে পারেন তবে বেশি সময় কিংবা বিদেশে ভ্রমণ করতে পারবেন না। এর জন্য চাই পাসপোর্ট ভিসা প্লেন টিকিট। তাছাড়া অন্য ভাষাভাষীর দেশে Hitchhiking করাটা কষ্টকর, থাকার বেপারটা একটু রিস্কি এবং ফ্রির খাবারটাও হয়ত না পেতে পারেন। তো এমতাবস্থায় কি করবেন, চলুন দেখে নেওয়া যাক।


আপনি আপনার ভ্রমণের ব্লগ/ভ্লগ করতে পারেন। আর এটি খুব জনপ্রিয় একটি উপায়। এতে করে আপনি মনিজাইজেশনের ফলে মাস শেষ লেখালেখি ও ভিডিও করে কিছু টাকা কামাতে পারবেন যা আপনার ভ্রমণের খরচে কাজে আসবে।

আপনি স্পন্সার জোটাতে পারেন। কোনো কোম্পানি যদি আপনাকে স্পন্সার করে তার পণ্যের বিজ্ঞাপনের জন্য তবে তা সবচেয়ে ভালো হবে আপনার ভ্রমণের জন্য। তারাই আপনার ভ্রমণের ভিসা ও অন্যান্য খরচ বহন করবে। কিন্তু স্পন্সার জুটানো মটেও সহজ কাজ নয়।

আপনি যদি ফুড রিভিয়ার হউন তবে রেস্টুরেন্ট গুলোতে গিয়ে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে খাবারগুলোর রিভিউ করতে পারেন। যার সাথে আপনার পেট পুজোও হয়ে যাবে। এমনি তারা আপনাকে এর জন্য পয়সা-কড়িও দিতে পারে।

ভারতের জনপ্রিয় ট্রাভেলার মাউন্টেন ট্রেকার[2] এর ভ্রমণ পদ্ধতিটি আমার কাছে দারুন লেগেছে। কাজাকিস্তান ভ্রমণে দেখেছি সে ভলেন্টিয়ারি করে তাঁর খাবার এবং থাকার বন্দোবস্ত করেছিলো। আপনি ইন্টারনেট ঘেটে এ বেপারে বিস্তারিত জেনে নিতে পারেন।

এছাড়া পুরো ইন্টারনেট দুনিয়া জুড়ে অসংখ্যক কমিউনিটি গড়ে উঠেছে। যেখানে আপনি স্থানীয়দের ভ্রমনের বেপারে নানান সাহায্য সহযোগীতা পেতে পারেন। গুগল লোকাল গাইড, ইয়েস ফ্যাম ছাড়াও আরও অনেক কমিউনিটি আছে। এই যেমন ধরুন আজ আমি যদি বাংলাদেশ থেকে ভারতে বেড়াতে যাই, এই বেপারে অবশ্যই কোনো না কোনো কোরামিত্র আমার সাহায্যে এগিয়ে আসবে। একইভাবে ভারতীয় কোনো কোরামিত্র এদেশে বেড়াতে এলে আমরাও এগিয়ে যাব।

এছাড়া আপনি রিমোট ওয়ার্কার বা ফ্রিল্যান্সিং পেশার সাথে জড়িত থাকেন তবে ভ্রমণে আপনাকে খুব একটা বেগ পোহাতে হবে না। গেলো জানুয়ারিতে দেখলাম এক ছোটভাই সেন্টমার্টিন গিয়ে সমুদ্র তীরে বসে হাওয়া খাচ্ছে আর তার গ্রাফিক্সের কাজ ক্লাইন্টকে বুঝিয়ে দিয়ে মুনাফা গুনে নিচ্ছে। আবার গত বছর এক বড়ভাই সিকিমে গিয়ে ঘুরাঘুরি শেষে রাতে ঘুমোনোর আগে তার ওয়েব ডেভেলপিং কাজ সেরে নিচ্ছে। আপনিও চাইলে ভ্রমণের পাশাপাশি ফ্রিল্যান্স কাজ কিংবা ব্লগ লিখা ও ভি-লগিং এর কাজ সমানে করে যেতে পারেন। এতে করে আপনার খরচ পুষিয়ে উঠতে পারবেন। আর ভ্রমণ যদি আপনার মুখ্য উদ্দেশ্য হয় তবে এই কষ্টগুলো মেনে নিতে হবে।


আমার পরামর্শ থাকবে বিশ্ব ভ্রমণের আগে নিজের দেশটা ঘুরে দেখার। আর শুরুটা একেবারে বিনা পয়সায় হবে না। অল্প কিছু টাকা পয়সা জমিয়ে ভ্রমনে নেমে পড়ুন। বিখ্যাত উপন্যাস দ্যা এলকেমিস্ট এর একটা কথা আছে যে, When you want something, all the universe conspires in helping you to achieve it. ঘর থেকে বের হউন রাস্তা আপনা আপনি তৈরি হয়ে যাবে।


Prokash
prokash
195 Points

Popular Questions