আমার জিমেইল ব্লক হয়ে গেছে। কিভাবে আনব্লক করব?

1 Answers   3.9 K

Answered 2 years ago

যদি কাউকে ভুলে ব্লক করে দিয়ে থাকেন কিংবা ব্লক করার পর কারুর মেইল আবার পাওয়ার প্রয়োজন পড়ে; তখন কিভাবে সেই সেন্ডারকে আনব্লক করবেন চলুন সেটা দেখে নিই। ১.ব্রাউজারে জিমেইল ওপেন করে লগিন করে নিন। অতঃপর চাকার মতো দেখতে আইকনে ক্লিক করে Gmail Settings অপশনে যান। ২. সেটিংস পেইজ থেকে “Filters and Blocked Addresses” নামক ট্যাবে যান। আপনি যাদের যাদের ব্লক করেছেন তাদের লিস্ট এখানে দেখতে পাবেন। তাদেরকে একত্রে ব্যাচে আনব্লক করে দিতে পারেন কিংবা প্রত্যেকের পাশে থাকা Unblock চেপে চেপে একে একেও আনব্লক করতে পারেন। ৩. এছাড়াও আপনি একটা সেন্ডারের ইমেইলে গিয়ে আগের মতো রিপ্লাইয়ের পাশের বাটন চাপলে Unblock অপশন পাবেন। এটায় ক্লিক করেও আনব্লক করতে পারেন। এছাড়াও, Filters and Blocked Addresses পেইজ থেকে আপনি বিভিন্ন ফিল্টারও সেট করে রাখতে পারেন যে ঠিক কি ধরনের শব্দ বা সাবজেক্ট থাকলে সেই ইমেইল অটোমেটিক স্প্যাম ফোল্ডারে যাবে। তাহলে ঝঞ্ঝাট আরো কমে যায়, কি বলেন? এপ দিয়ে আনব্লক করতে চাইলে? ঠিক একই ভাবে সেই ব্লকড সেন্ডারের মেইলে যান, রিপ্লাই বাটনে পাশের থ্রি ডট মেন্যু থেকে Unblock অপশন সিলেক্ট করুন। ব্যস, সেন্ডারটি আনব্লকড হয়ে যাবে এবং তার মেইল পরবর্তীতে আপনি আবার পেতে শুরু করবেন। একদম সিম্পল।
Saifullah
saifullah
264 Points

Popular Questions