আমার ছোট ভাই ফ্রী ফায়ার গেম এ আসক্ত, আমি সেটা পার্মানেন্টলি ডিলিট করবো কিভাবে ?
3
0
1 Answers
9.7 K
0
Answered
2 years ago
আমি তো কখনো খেলি নাই। তবে খালাতো ভাই আর অনেক ফ্রেন্ডরা খেলে এবং বিভিন্ন ছবি শেয়ার করে সেগুলো দেখেছি। এখন এটাতে বিশেষ করে যুদ্ধ টাইপ কিছু করে এবং এক নাগাড়ে বিরতিহীনভাবে খেলতে হয়।আর এটা বিশেষ করে বিদেশিদের সঙ্গে খেলে যার ফলে রাত ২ টা ৩ টায় ও তাদের নেটে দেখা যায়।
আর পরিমিত মাত্রায় তো সব কিছু করা লাগবে।আর এটা তো বিশেষ করে স্কুলের ছাত্রদের গ্রাস করে ফেলছে। একবার যার নেশা হয়েছে সে আর ফিরতে পারে না বা খুব কষ্টকর। এতে তাদের সামাজিক, শারীরিক ও মানসিক সমস্যা এবং দূরত্ব বাড়ছে। এবং তাদের ভবিষ্যতের উপর ব্যাপক প্রভাব ফেলছে।
suriyasultana publisher