আমার চ্যানেলটা ভিউ হচ্ছে না কেন?

1 Answers   13.1 K

Answered 3 years ago

সফল হতে হলে আপনাকে যে সমস্ত কাজ করতে হবে।

১। আপনার দক্ষতা অনুযায়ী একটি নিশ পছন্দ করেন।

২। ওই নিশের উপর কিছু চ্যানেল স্টাডি করেন।

৩। সুন্দর একটি ইউনিক নাম পছন্দ করেন।

৪। সঠিকভাবে একটি চ্যানেল তৈরি করেন।

৫। মানসম্মত ভিডিও তৈরি করেন।

৬। নিয়মিত ভিডিও আপলোড করেন।

৭। ভিডিও এসইও করেন।

এগুলোই যথেষ্ট বলে মনে করি

Rayahan
rayahan
338 Points

Popular Questions