আমার গুগল ক্রোমে কোন কোন এক্সটেনশনগুলো থাকা প্রয়োজন?

1 Answers   11.3 K

Answered 3 years ago

গুগল ক্রোম ইউজ করতে কোনো এক্সটেনশন জরুরি নয়। কিন্তু আপনি যদি ক্রোমকে নিজের মতো এনজয় করতে চান তাহলে আমি আপনাকে কয়েকটি এক্সটেনশনের কথা জানাবো।

১. Ad Blocker এই এক্সটেনশন আপনাকে অনাকাঙ্ক্ষিত অ্যাড বা বিরক্তিকর পপআপের থেকে দূরে রাখবে। এতে আপনার ডাটা অপচয় রোধ হবে। নেটওয়ার্ক স্পিড বেশি পাবেন।

২. NewsGuard: এই এক্সটেনশন আপনার সার্চকৃত নিউজ বা ফেসবুকে অথবা ইউটিউবের বিভিন্ন কন্টেন্ট ফেইক কিনা সেটা বলে দিবে।

৩. Unseen : এই এক্সটেনশন আপনার ফেসবুকের জন্য। আপনি সবার মেসেজ পড়বেন কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি তাদের মেসেজ সীন করেছেন। তাদের ইনবক্সে আপনাকে করা মেসেজগুলো আনসীন দেখাবে। গার্লফ্রেন্ডকে ইগ্নোর করার জন্য এটা খুবই মজাদার।

৪. Savefrom. Net Helper: এই এক্সটেনশন দিয়ে আপনি ফেসবুক, ইউটিউবসহ সব ওয়েবসাইট থেকে এক ক্লিকে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

৫. Hola vpn: এই এক্সটেনশনটি অনেক ক্ষেত্রেই কার্যকর।


Anika Banu
anikabanu
286 Points

Popular Questions