আমার কাছে ৫০০০০০ টাকা আছে। কোথায় জমা রাখলে সবচেয়ে লাভজনক হবে?

1 Answers   10.1 K

Answered 3 years ago

আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আ'লা রসূলিল্লাহ ওয়া বা'দ।

ভাই আপনার প্রাথমিক ব্যবসার নূন্যতম পুঁজি আলহামদুলিল্লাহ। আমি সাজেস্ট করবো, প্রচলিত ব্যাংক বা ইসলামী ব্যাংকে ডিপোজিট না করে, গ্রামে নিস্কন্টক জমি খোঁজ করুন,এরপর যা করতে হবে জমির দামের উপর ভেরি করবে,অতপর পুকুরের জন্য তা নির্ধারণ করুন। মাছের সাথে,হাঁস চাষ,পুকুর পাড়ে সবজি চাষ বা ভিয়েটনাম অথবা থাইল্যান্ড এর হাইব্রীড নারকেল গাছ রোপন ইত্যাদি করতে পারেন।

আর নির্মল বাতাস ও মনোরম পরিবেশ তো ফ্রি থাকছেই। পাশাপাশি প্রিয়জনকে নিয়ে বিকালের চা-নাস্তার আয়োজন!! কৃষি নিয়ে একটু চেষ্টা করলেই অনেকগুলো অপশন চলে আসবে। এখন শুধু ইচ্ছা শক্তির প্রতিফলন!

দ্বিতীয়ত দেশি গরুর খামার দিতে পারেন, প্রথমত ছোট ছোট গরু কিনবেন,ধরুন একটি দেশি গরুর দাম নিম্নে ৫০,০০০/- হিসেবে ১০টি গরু বিনিয়োগ করুন। এরপর গরুর দাম বাড়লে আবার এখান থেকে বাছাই করে বিক্রি করুন! আবার ঐ টাকা দিয়ে নতুন ছোট গরু কিনুন,এভাবে যদি ইনিশিয়েটিভ নেন,তবে অল্প সময়েই দ্বিগুন থেকে তিনগুন লাভবান হতে পারবেন! ইন শা আল্লাহ! পরামর্শ ভালো লাগলে এখনই শুরু করুন! কারণ আমরা বাঙ্গালী জাতি কালকের জন্য রেখে দেই, এজন্য আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে। আল্লাহ তায়ালা সহায় হোন।

Rahat Ahmed
rahatahmed
419 Points

Popular Questions