আমার কাছে এখন পাঁচ লক্ষ টাকা আছে আমি এই টাকা দিয়ে ব্যবসা করলে ভালো হবে নাকি জমিন কিনলে ভালো হবে?

1 Answers   9.1 K

Answered 3 years ago

৫ হাজার টাকায় ব্যবসাঃ আমাদের মধ্য কেনা চায় নিজে ব্যবসা করতে। অনেকে চাকরির পাশাপাশি ছোট একটা ব্যবসা করতে চান। এখানে অনেকে ব্যবসা করার জন্য অনেক টাকা ইনভেস্ট করে থাকে আবার কম টাকার মধ্য ব্যবসা শুরু করে। তাই আপনি যদি অল্প টাকায় ছোট একটা ব্যবসা শুরু করতে চান তাহলে এই আর্টিকেল আপনার জন্য। কয়েকটি আইডিয়া ৫ হাজার টাকার মধ্য

১. চায়ের দোকান ব্যবসাআপনি যদি কম টাকায় ব্যবসা শুরু করেতে চান আবার সেটা ৫ হাজার টাকায় তাহলে এই আইডিয়া আপনার জন্য। এটি করার জন্য প্রথমে আপনার সঠিক সুন্দর জায়গা নির্ধারন করতে হবে। তেমন বেশি পুজি লাগবেনা এই ব্যবসা করার জন্য। আপনি কম পুজিতে ব্যবসা শুরু করে কয়েক দিনের মধ্য ভালো মানের লাভবান হতে পারবেন। তাই আপনি যদি চান এই ছোট বাজেটে এই ব্যবসা শুরু করবেন তাহলে শুরু করতে পারেন।

২. মাক্স ও হ্যান্ড সেনিটাইজার ব্যবসামাক্স ও হ্যান্ড সেনিটাইজার ব্যবসা কম টাকার মধ্য শুরু করতে পারেন। আপনি চাইলে নিজে মাক্স বায়ে বিক্রি করতে পারেন। তবে সেটা আপনি নিজে বিক্রি না করতে চাইলে দকানে দকানে বিক্রি করতে পারেন। হ্যান্ড সেনিটাইজার ব্যবসা করতে চাইলে আপনি আগে বিভিন্ন জায়গা থেকে কিনে নিবেন। তারপরে হয় আপনি বিক্রি করবেন না হলে দকানে দকানে সেল দিয়ে জাবেন। আপনি যদি এই ৫ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চান তাহলে শুরু করতে পারেন। কারন করনা মহামাড়ির সময় সকলে মাক্স বা হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করে থাকে। তার জন্য এই ব্যবসা আপনার জন্য লাভবান হতে পারেন

Irin Islam
Irin Islam
564 Points

Popular Questions