Answered 2 years ago
টাইপিং শিখতে হবে আপনাকে মোবাইল এ OTG ব্যাবহার করে কিবোর্ড লাগিয়ে নিতে হবে।
তা না হলে মোবাইল এর কি বোর্ড যদিও লে-আউট এর দিক থেকে পিসির একই। কিন্তু সাইজ যেহেতু এক না কাজেই শিখতেও পারবেন না।
এখন কথা হল আপনি যদি শুধুই টাইপিং শিখতে চান তাহলে আপনার ফেসবুক মেসেঞ্জার কোড়া যা ব্যাবহার করেন এই গুলাতে লিখেই প্যাক্টিস করতে পারেন।
আর পিসির মত MS World, Excel ইত্যাদির কাজ করতে চাইলে শিখতে চাইলে আপনাকে অবশ্যই যে কোন অফিস ওয়ার্ক অ্যাপ নামাই নিতে হবে। আমার কাছে সবচাইতে ভালো সেটা প্রিমিয়ার অ্যাপ মনে হইছে। ভালো সব ধরনের কাজ একই আপ্পে করা যায় তা হল WPS Office.
শুধু কাজ শিখতে চাইলে কিবোর্ড এর দরকার নাই। কিন্তু টাইপিং শিখতে চাইলে অবশ্যই কিবোর্ড দরকার।
liza publisher