আমার ওয়েবসাইট আমি গুগলে সার্চ দিলে পাচ্ছিনা কেন?

1 Answers   4.2 K

Answered 3 years ago

আপনার ওয়েবসাইট গুগলে সার্চ দিলে আসছে না তার আসল কারণ হল গুগল আপনার সাইটকে ইনডেক্স (Index) করে নি।

কেন করে নি তার বেশ কিছু কারণ হতে পারে।

ওয়েবসাইট নতুন সেইজন্য সময় লাগছে।

ফ্রী কোনো ডোমেইন ব্যবহার করছেন তাই সময় লাগছে।

High Quality, Unique কনটেন্ট ওয়েবসাইটএ নেই সেই জন্য হতে পারে। বা যেই সব কনটেন্ট আছে সেটা গুগল এর কাছে আগের থেকে অনেক আছে।

ডোমেইন নাম আগের থেকে গুগল Black list করেছে।

On page SEO ঠিক নেই।

হয়তো সব ঠিক আছে কিন্তু "Search Console" এ ওয়েবসাইট যুক্ত করা নেই তাই সময় লাগছে নিজে থেকে ইনডেক্স হতে।

সমাধান

যদি আপনার মনে হয় সব ঠিক আছে তাহলে "Search Console" এ ওয়েবসাইট না থাকলে সেটা আগে যুক্ত করুন। তারপর ইনডেক্স এর জন্য Request করুন।

২-৪ দিন পরেও যদি ইনডেক্স না হয় তাহলে 3 বা 4 নাম্বার কারণ এর জন্য ওয়েবসাইট গুগলে ইনডেক্স হচ্ছে না।

Tasnim Ahmed
tasnimahmed
549 Points

Popular Questions