আমার একটি ব্লগ সাইট আছে। কিন্তু গুগল-এ ইনডেক্স হচ্ছে না। কী করতে পারি?

1 Answers   11.9 K

Answered 3 years ago

প্রথমে ইউ আর এল টি গুগল সার্চ কন্সালের লাইভ ইউআরএল এর চেক করুন। কোন প্রবলেম আছে কিনা, তারপর সেখান থেকে কোড জেনারেট করুন কোড জেনারেট করে গুগলের একটা টুল আছে যেখানে লাইভ ইউআরএল চেক করা যায়, কোন প্রবলেম থাকলে সেখানে দেখতে পারবেন, সেখানেও কোড দিয়ে চেক করুন যদি আপনার পোস্টের ভেতর কোন সমস্যা থাকে সেটা ওখানে দেখতে পারবেন। আর যদি কোন সমস্যা না থাকে তাহলে আপনার ইউআরএলটি গুগলে কোনসলে ইনস্পেক্ট করুন, করার পর ওই ইউআরএল বিভিন্ন ওয়েবসাইটে পিং করুন এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন।


Tonmoy Shek
tonmoyshek
536 Points

Popular Questions