Answered 3 years ago
আপনার আশেপাশে যদি কোনো ইন্টারেস্টেড বিশ্বস্ত লোক পাওয়া যায় , তাহলে অংশিদারি ব্যবসা শুরু করুন। পুঁজি সমস্যার সমাধান হয়ে যাবে। তবে এ ব্যাপারে অংশীদারি ব্যবসায়ের নিয়মনীতি জেনে নিবেন ভালো করে। যদি আপনার জন্য খুব বেশি সময় না থাকে এসব ঘাটাঘাটি করার। তাহলে আপনার আশেপাশে ইন্টারে পরুয়া কমার্সের স্টুডেন্ট থাকে তাহলে তার থেকে একটি ম্যানেজমেন্ট ২য় পত্র বই নিয়ে নিন। এবং সেখানে অংশীদারি ব্যবসায় সম্পর্কে একটি অধ্যায় পাবেন। একটি অংশীদারি ব্যবসায় শুরু করার জন্য যেসব জানা দরকার তা পেয়ে যাবেন ওই অধ্যায়টিতে।
abubakkar publisher