আমার আম্মু বেঁচে নেই, সৎ মা আছে বাসায়। এখন আমি যদি বিয়ে করি কেমন বয়সের মেয়ে বিয়ে করলে সৎ মায়ের সাথে মানিয়ে চলতে পারবে? আমার এই পরিস্থিতিতে কেমন মেয়ে বিয়ে করা যায়?

1 Answers   10.3 K

Answered 2 years ago

আপনি যাকে বিয়ে করবেন সে কেন আপনার সৎ মাকে মানিয়ে চলবে?

আপনার সৎ মা কেমন? তা কেউ জানে না। আপনার সৎ মা কি আপনার বউ কে মেনে চলবে?

আপনি যাকে বিয়ে করবেন সে বিয়ের আগে একরকম আবার বিয়ের পরে ভিন্নরকম হইতে বাধ্য।

আপনি কত টুকু ধরয্য ধরতে পারবেন?

কোন কন্ডিশনে কোন সম্পরকে যাওয়া উচিত নয়।

Piyas Ahmed
piyasahmed
460 Points

Popular Questions