আমার আগের ফোনটা হারিয়ে গেছে। ঐ ফোনে আমার কিছু ছবি লুকানো ছিল। এখন কি সেই ছবি পাওয়া সম্ভব? বলে রাখা ভালো সেই ফোনে আর এখন যে ফোনটা চালাচ্ছি দুটোতেই একই জিমেইল দেওয়া।

1 Answers   2.2 K

Answered 3 years ago

১: প্রথমত আপনার ছবিগুলো ফোনের মেমোরিতে লুকানো ছিল তাই ফোনটি হারিয়ে গেছে মানে আপনার ছবি গুলো হারিয়ে গেছে।

২: আপনি যদি ছবিগুলো জিমেইলের গুগোল ড্রাইভ এ রাখতেন সে ক্ষেত্রে আপনি আপনার ছবিগুলো ফেরত পেতেন।

Tripty Khan
triptykhan
581 Points

Popular Questions