Answered 3 years ago
আমাদের বৈদেশিক ঋণের পরিমাণ অতিশয় নগণ্য, লজ্জাজনকভাবে কম, কারণ আমাদেরকে কেউ কি বিশ্বাস করে? সারা দুনিয়াজুড়ে আমাদের চেয়ে জিডিপির হার হিসাবে কম ঋণের দেশ খুব কম আছে।
আর তেমন কোনো উন্নয়ন হলোনা মানে কি? বাংলাদেশ সারা দুনিয়াতে খুব দ্রুত উন্নয়ন করছে এমন মাত্র কয়েকটি দেশের একটি। আশেপাশে তাকান আর তূলনা করুন।
এইসব নাকি কান্না বন্ধ করে বিশ্বব্যাঙ্ক আর এ_ডি-বি আর আই-এম-এফ এর রিপোর্টগুলি পড়ুন। নিজ দেশ সম্বন্ধে এই রকম অশ্রদ্ধার ভাব থাকা উচিত নয়।
বাংলাদেশের হাজার হাজার বড় বড় সমস্যা আছে, সেগুলি নিয়ে বাস্তব জ্ঞান আহরণ করুন। কিছু না জেনে মরলাম রে গেলাম রে বলে কান্না করে কোন লাভ নেই।
rasheduzamansilon publisher