আমাকে বলেন জীবনের সেরা উপদেশগুলো কী কী?

1 Answers   12.7 K

Answered 2 years ago

এই পৃথিবীতে আসলে কেউ কারো নয়, কারণ সবাই মূলত যার যার নিজের স্বার্থ নিয়ে বাঁচে। দিনশেষে স্বার্থের কাছে সাধারণত নৈতিকতা পরাজিত হয়, এবং উল্টোটা ঘটার সম্ভাবনা খুব কম তবে একেবারে অসম্ভব নয়। আপনি যদি নিজের শর্তে চলেন তাহলে তার মূল্য আপনাকেই পরিশোধ করতে হবে। স্বাধীনতার কথা বলা - স্বাধীন হওয়া - স্বাধীনতা রক্ষা করা সম্পূর্ণ আলাদা বিষয়। বাঁচতে গেলে কিভাবে বাঁচতে হবে সেটা আপনাকেই জানতে হবে। দুর্বল কখনোই সবলের বন্ধু হয় না; ঠিক যেমন গরীব কখনো ধনীর বন্ধু হয় না; একই ভাবে অজ্ঞের সঙ্গে জ্ঞানীর বন্ধুত্ব অসম্ভব। নিজের অর্জিত জ্ঞানের মূল্য দিন, সেটা যদি নিজের বন্ধুর থেকেও বেশী হয় তবুও।
Shajidur Rahaman
rahamanshajidur
284 Points

Popular Questions