আমরা সবাই যদি ধর্মত্যাগ করি তাহলে কি ধর্মের নামে দাঙ্গা বন্ধ করা যাবে?

1 Answers   6.2 K

Answered 2 years ago

ধর্মের নামে দাঙ্গা হয়তো বন্ধ হবে, তবে কিছু মানুষ দাঙ্গা করতে ভালোবাসে। তারা মারামারি করার জন্য অন্য কোন উছিলা খুঁজে নেবে। তারা ফুটবল, ক্রিকেট, লুডু, জাতি, গায়ের রঙ, মাথায় চুল আছে কিনা, কোন রাজনৈতিক দলের সমর্থক, কোন জেলায় বাড়ি ইত্যাদি ইত্যাদি আরো নানারকম ইস্যুতে দাঙ্গা করবে।

যতোদিন পর্যন্ত না একদম পরিবার থেকে নিজেদের চেয়ে ভিন্নরকম মানুষকে শ্রদ্ধা, সম্মান এবং নিজেদের সমতুল্য মনে করা শেখানো শুরু হবে, ততোদিন এই দলে দলে দাঙ্গার কোনো সমাধান নেই। তাছাড়া মানুষ দলবদ্ধ প্রাণী এবং প্রকৃতিগতভাবে সহিংস। আমি মনে করি না ধর্মত্যাগ বা অন্য কোন কিছু ত্যাগের মাধ্যমে সহিংসতা বন্ধ করা সম্ভব।


Suriya Sultana
suriyasultana
519 Points

Popular Questions