আমরা যদি ক্যারিয়ার হিসেবে সিএ নিতে চাই তাহলে কি আমাদের একটি ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সন ব্যাকগ্রাউন্ডের হতে হবে? নাকি ইংলিশে দক্ষতা অর্জন করলেই হবে বা আলাদা কোর্স করলে যথেষ্ট।

1 Answers   2.5 K

Answered 2 years ago

আপনার প্রথমত লাগবে হচ্ছে ব্যবসায়ী শিক্ষা শাখায় পড়ার অভিজ্ঞতা। আর আপনি যদি বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করেন তাহলে হয়তো বা প্রাইভেট কোন বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ কমপ্লিট করার পরে সি এ করতে পারবেন। তারপরেও আপনার একটু জানাশোনা করে নেয়াটাই উত্তম মনে করছি আমি ভালো থাকবেন।
Mst Salma Khatun
mstsalmakhatun
408 Points

Popular Questions