Answered 3 years ago
খুব সুন্দর প্রশ্ন কারন মশা কামড়াতে পারেনা, ওদের দাঁত চোয়াল এসব নেই l তাহলে ?
ওদের একটা শুড় আছে প্রায় চুলের মতো সরু কৈশিক নলযুক্ত ও বলা যায় l এর প্রান্তভাগ আবার বেশ মোটা ও চওড়া l তাহলে মানুষ বা প্রাণীদেহে এই থেবরা নমনীয় নল বা শুড় কে ঢোকায় কি করে? ত্বক ও যথেষ্ট শক্ত মশার ক্ষমতার তুলনায় l
এবারে আসি, ঐ শুড় দিয়ে ওদের লালারস নিঃসৃত করে ত্বকের রোমকুপের ছিদ্রপথে l ঐ লালারস রোমকূপ ছিদ্র কে বড়ো ও পিছিল করে দেয় আর শুড় আপনা থেকেই রক্তজালি বা শিরায় প্রবেশ করে l ফুসফুস তো নেই যে রক্ত কে চুষে নেবে l তাহলে, মানুষের রক্তের চাপে রক্ত আপনা থেকেই মশার পেট ভরিয়ে তোলে l
ঐ লালারস টা কে মানুষের শরীর বিষাক্ত বা বহিঃশত্রু ভেবে যুদ্ধ বাঁধায় মানে আন্টিবডি তৈরি করে যা দিয়ে বিষাক্ত লালারস কে নিঃশেষ করতে চেষ্টা করে l এই অতিরিক্ত আন্টিবডি গুলো লালারস কে আলার্জেন এর মতো ও ফাইট করে l তৈরি হয় এলাৰ্জি যা চুলকায় আর ফুলে ওঠার মূল কারণ l
belaluddin publisher