আমরা নিজে খারাপ কিন্তু খারাপ কারো উপদেশ নেই না কেন?

1 Answers   12.7 K

Answered 2 years ago

আমরা অতিরিক্ত চালাক সেই কারণে। নিজে দুর্নীতি করি ঠিকই, খারাপ কাজ করি ঠিকই, মানুষকে খারাপ পরামর্শ দিয়ে ঠিকই, মানুষের সাথে খারাপ ব্যবহার করি, আর দুর্নীতিকে হালাল ভাবে নিছি, ঘোষ সুদ ব্যবসা বানিয়ে দিয়েছি, ১০০ জনের মধ্যে ৯৯ জন লোক যখন খারাপ কাজ এবং মিথ্যা কথা বলে তখন খারাপকে তখন আর খারাপ মনে হয় না, দুর্নীতিকে তখন আর দুর্নীতি মনে হয় না, মিথ্যারেক আর তখন মিথ্যা মনে হয় না। বাবা মা ভাই বোন আত্মীয়-স্বজন গ্রামবাসী ইউনিয়ন দেশের মানুষ সবাই যদি ভুল করে তখন আর ভুলকে আর ভুল মনে হয় না। আর এই জগতে চালাকিটা খাঁটি নিজে সবই করব কিন্তু অন্যজন করলেই সমস্যা। আমরা নিজেরাই তো খারাপের ঊর্ধ্বে উঠে গিয়েছি। তখন অন্যজন খারাপ পরামর্শ দিলে, ছোট খারাপ পরামর্শ মনে হয় এই কারণেই আর কেউ অন্যের খারাপ পরামর্শ নেয় না।

Arifa
arifa25
157 Points

Popular Questions