Answered 3 years ago
বাস্পীভবনের লীনতাপ ( Latent heat of vapourisation ) ব্রোমিনের খুব কম। মাত্র ৪৪ ক্যালরি/ গ্রাম @ ৫৯°c. তুলনায় বিভিন্ন ধরনের পেট্রলের জন্য তা ৭৫ থেকে ৯৫ ক্যালরি/গ্রাম @ ৪০°c. এতে ই বোঝা যায় যে আমাদের উপমহাদেশের আদ্রতা এবং উষ্ণতায় ব্রোমিন অতি সহজেই বাস্পীভবনের জন্য প্রয়োজনীয় লীনতাপ সংগ্রহ করে নেয় এবং পেট্রল এর মতন দ্রুত উবে যায়।
sohanurrahaman publisher