আমরা কিভাবে উবুন্টুকে সমর্থন করতে পারি?

1 Answers   4.8 K

Answered 3 years ago

আপনি নিশ্চয়ই জানেন যে উবুন্টু একটি ফ্রি (মুক্ত ও মাগনা) ওপেনসোর্স অপারেটিং সিস্টেম। এটা ব্যবহার করতে কোন পয়সা খরচ করতে হয় না। কিন্তু এটা উন্নয়নে অবশ্যই অর্থের প্রয়োজন রয়েছে। তাই উবুন্টুর উন্নয়নে আপনি আর্থিকভাবে সাহায্য করতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইট থেকে উবুন্টু ডাউনলোড করার সময় সেখানে অনুদান করার একটি অপশন থাকে। সেখানে আর্থিক অনুদান দিতে পারেন।

তাছাড়া আপনি যদি কম্পিউটার ডেভেলপার হয়ে থাকেন, তবে আপনি উবুন্টু'র কোড ডেভেলপমেন্টে কিংবা বাগ ফিক্সে (ত্রুটিমুক্তকরণ) অংশ নিতে পারেন।

যদি আপনি যদি কম্পিউটার ডেভেলপার না হয়ে থাকেন, তবে আপনি বিভিন্ন বাগ বা সমস্যা সম্পর্কে উবুন্টু টিমকে অবহিত করতে পারেন, যাতে করে সেগুলো দ্রুত সমাধান করা সম্ভব হয়।

আপনি উবুন্টুর বিভিন্ন অনলাইন কমিউনিটিতে (উবুন্টু ফোরাম, আস্ক উবুন্টু, উবুন্টু বাংলাদেশ ফেসবুক গ্রুপ প্রভৃতি) অংশগ্রহন করে নতুন ব্যবহারকারীদের বিভিন্ন সমস্যা সমাধান করে তাদের সাহায্য করতে পারেন।

আপনি অনলাইনে কিংবা অফলাইনে (বিভিন্ন পত্রপত্রিকায় - হোক সেটা স্কুল ম্যাগাযিন বা স্থানীয় পত্রিকা) উবুন্টু নিয়ে বিভিন্ন রকম লেখা লিখতে পারেন।

আপনার আশপাশে যারা আছেন - আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, পরিচিত লোকজন - তাদের মাঝে উবুন্টু প্রচার করুন।


Mr. Devs
mrdevs
246 Points

Popular Questions