আবেগের উর্ধ্বে যাওয়া মানে কী?

1 Answers   5.8 K

Answered 2 years ago

    আবেগের ঊর্ধ্বে অবশ্যই ওঠা যায়। আবেগের ঊর্ধ্বে যাওয়া মানে-

    একটি শক্তিশালী মনে নিজেকে অভিনিবিষ্ট করা।
    একটি শক্তিশালী বিবেক তৈরি করা।
    একটি বৈশ্বিক মানসিকতা নিজের মধ্যে গ্রো করা।
    নিজেকে যুক্তিশীল এবং বস্তুবাদী করে গড়ে তোলা ইত্যাদি ইত্যাদির সমাহার হলো আবেগের ঊর্ধ্বে ওঠা।

    কিন্তু আমাদের তো আবেগের শেষ নেই। অতি উৎসাহের শেষ নেই। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অনেক আবেগের সমষ্টি। ধর্মীয় আবেগ, ভৌগোলিক আবেগ, আঞ্চলিক আবেগ, জাতীয়তাবাদী আবেগ, বর্ণের আবেগ, আদর্শের আবেগ, রঙের আবেগ। আবেগের শেষ নেই। চেতনাগত আবেগের শেষ নেই। সেই সাথে আছে ভালবাসার আবেগ। গার্লফ্রেন্ড আবেগ, বয়ফ্রেন্ড আবেগ সহ হরেক রকমের আবেগ।

Fiya
fiya
241 Points

Popular Questions