আরে! আমি তো নিজেই মেয়ে।
তবে যাই হোক, আমি আমার বরের সাথে রোজ ঝগড়া করব। ঠিক করেই রেখেছি। 🤭🤭
"কারণ সত্য প্রেমে রাগারাগি
মিথ্যা প্রেমে শুধু হাসাহাসি "
যেখানে ঝগড়া আছে সেখানে তার দশগুণ বেশি ভালোবাসাও আছে। এবার নির্ভর করছে বদমেজাজী বৌ বা বরের ভালোবাসা টা বোঝার উপর। অর্থাৎ ঝগড়া করে বলে যদি ছেড়ে চলে যায় তাহলে একটা খাঁটি কিছু হারাবে।
অন্তত আমার ক্ষেত্রে তো তাই। আমার রাগ, জেদ প্রচুর প্রচুর। কিন্তু এটা যদি কারোর ঔদ্ধত্য বা মেয়েমানুষ
এই মার্ক করে নিয়মনীতির প্যাঁচ এ ফেলে খাঁচায় আটকে রাখার চেষ্টা করবে বলে ভেবে রাখে তো তাকে আমি আলভিদা জানাচ্ছি ।।
raqual.india publisher