Answered 3 years ago
বর্তমানে আমি এই ফোনটি ব্যবহার করি, Jio ফোন, কম বেশি সকলেই জানে ফোন টির ব্যাপারে । ছোট্ট ফোন কিন্তু তাতে 4G এর সুবিধা পাওয়া যায়, ভয়েসওভার এল টি ই, ওয়াই ফাই ব্লু টুথ এমনকি এন এফ সি পর্যন্ত আছে। 1080p রেজোলিউশন এর ভিডিও দেখা যায়, সাথে ইউটিউব, লাইভ টিভি, whatsapp ফেসবুক সব আছে । আর দাম মাত্র আটশত টাকা ( ভারতীয় মুদ্রায় )।
এটাও ব্যবহার করি তবে সে ভাবে না। এটা রেডমি 4... বেশিরভাগ সময় এটা বন্ধ থাকে । এটা ব্যবহার করি শুধুমাত্র PhonePe, Google Pay এর জন্য ।
ahmedhelin publisher