আপনি জাপানী ভাষা না জেনে শুধুমাত্র ইংরেজি ভাষা ব্যবহার করে জাপান ভ্রমণে যেতে পারেন?

1 Answers   9.9 K

Answered 3 years ago

হিরোশিমা পিস মেমোরিয়াল

গত বছর ২০১৯ সালে আমরা জাপান বেড়াতে গিয়েছিলাম। যদিও জাপান ভ্রমনের অভিজ্ঞতা নিয়ে কেউ কিছু জিজ্ঞাসা করলে আমি খুব বেশি ভালো কিছু বলিনা।এই একটাই ভ্রমন যা নিয়ে আমি কথা বলতে অস্বস্তিবোধ করি। কারণ আমার কাছে বেশ কয়েকদিনের অভিজ্ঞতা বেশ তিক্ত। যার ফলে এখনও আমার "জাপান" শুনলেই মনের মধ্যে একটা অদ্ভুত ত্রাস সৃষ্টি হয়। প্রশ্নটি যদিও ভ্রমনের অভিজ্ঞতা সংক্রান্ত নয় তাও এইটুকু অভিজ্ঞতা না বলে পারলাম না। কারণ জীবনে এই প্রথমবার কোথাও বেড়াতে গিয়ে আনন্দ করা দূরে থাক "পালিয়ে আসতে পারলে বাঁচি" ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই প্রথমবার আমি "ক্লস্ট্রোফোবিয়া"(Claustrophobia)-তে আক্রান্ত হয়েছিলাম।যদিও অপ্রাসঙ্গিক তাও ছোট করে বলি কারণটা। জাপানের এক শহর থেকে অন্য শহরে যেতে গেলে পাহাড়ের ভিতরের টানেলের ভেতর দিয়ে যেতে হয়। টানেলগুলো তো পুরোই ঢাকা। টানেল বাদ দিয়ে যে হাইওয়ে ব্যবহার করা হয় তারও দুদিক উঁচু প্রায় ৭-৮ ফুটের স্টিলের পাত দিয়ে গার্ডওয়াল করা । মানে বেশিরভাগ সময়ই আমরা গাড়ির ভেতর থেকে আকাশ দেখতে পাচ্ছিলাম না।ঘণ্টার পর ঘণ্টা মাইলের পর মাইল ওইরকম ঘেরাটোপের ভেতর দিয়ে যেতে হয়। যথেষ্ট দমবন্ধ অবস্থা।এটার জন্য দু'তিন দিন পর থেকেই আমাদের সবার মধ্যেই ভ্রমনের আনন্দ কমতে থাকে।

যাইহোক এবার উত্তরের প্রসঙ্গে আসি।জাপানী না জেনে জাপান ভ্রমন যথেষ্ট কষ্টকর। নিজে জাপানী শিখে তারপর যাওয়া ঠিক সম্ভব না সবার ক্ষেত্রে। সেক্ষেত্রে দোভাষী পরিদর্শক সঙ্গে নেওয়াই বাঞ্ছনীয়। জাপান প্রায় সম্পূর্ণ ইংরাজী বর্জিত দেশ।দেশের লোক লেখা,পড়া বা বলা কিছুই জানেন না। জানার খুব যে ইচ্ছা আছে সে সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই।স্থানীয় মানুষ যদিও সাহায্য করতে এগিয়ে আসছেন কিন্ত ভাষাগত সমস্যা এতটাই তীব্র যে তাঁদেরও কিছু করার থাকছে না। নিজেদের ভাষা ও সংস্কৃতি নিয়ে যথেষ্ট উন্নাসিক এবং রক্ষণশীল — পুরো দেশ ঘুরলে এইরকম একটা ধারণা জন্মানো অবশ্যম্ভাবী। শুধু হিরোশিমা অন্য সব শহরের তুলনায় বেশকিছু বিষয়ে আলাদা। ভাষার ব্যাপারেও। হিরোশিমার "Peace Memorial Museum" দেখতে গিয়ে একদল স্কুলের শিশু ও তাদের শিক্ষক/শিক্ষিকাদের সাথে আলাপ হয়। তাঁদের কাছ থেকে জানতে পারি যে হিরোশিমাতে নবীন প্রজন্মে ইংরাজী শিক্ষার প্রচলন শুরু করা হয়েছে। উদ্দেশ্য সমগ্র পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়ে দেওয়া। ওখানে যে সমস্ত বিদেশী ভ্রমণকারীরা আসছেন তাঁদের সাথে ওরা ইংরাজীতে কথা বলছে যাতে ভাষাটি রপ্ত করতে পারে। হিরোশিমার স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ইংরাজী বলতে চেষ্টা করার প্রবণতা দেখেছি। কিন্তু বাকি সারা দেশে জাপানী না জানলে বড় মুশকিল। জিনিসের দাম থেকে শুরু করে খাবারের নাম পর্যন্ত সমস্তই জাপানীতে। এমনকি হোটেলের নির্দেশাবলীও জাপানীতে। খেতে গিয়ে যারপরনাই অসুবিধায় বেশ কয়েকবার পড়েছি।খাদ্য তালিকা দুর্বোধ্য জাপানীতে লেখা, কি জিনিস জিজ্ঞাসা করেও বুঝতে পারিনি, খাবার পরিবেশনের পর কি জিনিস বুঝতে পেরে বাধ্য হয়ে খেয়েছি। এবং এর থেকে উপোস করা ঢের ভালো মনে করেছি।এমনকি কিছু কিছু জায়গায় গুগলের মাধ্যমে অনুবাদ করেও কিছু উদ্ধার করতে পারিনি।সবথেকে বেশি অসুবিধা হয়েছিল টোকিও শহরের প্রথম পা দিয়ে। গাড়ির গুগল ম্যাপের ভাষা হঠাৎ শহরে ঢুকেই জাপানীতে পরিবর্তিত হয়ে গেছিল। রীতিমত বিপদগ্রস্ত দশা। লেখাও জাপানীতে আসছিল, ভাষ্যকারও জাপানীতে পথনির্দেশ দিতে শুরু করেছিলেন। অনেক চেষ্টা করেও সেইমুহূর্তে তা পরিবর্তন করা সম্ভব হয়নি।টোকিও শহর আমার দেখা সব থেকে জটিলতম রাস্তা সম্বলিত শহর। অতি কষ্টে সেদিন প্রায় ২ ঘণ্টা একই জায়গায় এক গোলোকধাঁধায় ঘুরে রাত্রে বিধ্বস্ত দশায় হোটেলে পৌঁছেছিলাম। পরেরদিন ঘর থেকে বের হতেও ভয় লাগছিল।

সবথেকে খারাপ লেগেছিল যখন আমরা বেশি মুল্যের টিকিট কেটে বিদেশীদের জন্য নির্দিষ্ট বিভিন্ন Tour Program গুলোতে অংশগ্রহন করার পরেও জাপানীতেই সমস্ত বিবৃতি শুনতে বাধ্য হয়েছিলাম। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেই সৌধটির কি মাহাত্ম্য সমস্ত কিছুই জাপানীতে বলা হচ্ছিল। আমরা বাধ্য হয়েছিলাম না বুঝে শুনতে।কারণ বিদেশী পর্যটক বলে কেউ কোনও সাহায্য করেননি। এক চরম ঔদাসিন্য ও উন্নাসিকতার নিদর্শন ছিল সেগুলো। যেন " দেখতে হলে দেখো নাহলে চলে যাও।" আমরা ভারতীয়রা বড্ড বেশী অতিথিবৎসল মানসিকতার হওয়ায় মানসিকভাবে বেশ আঘাতপ্রাপ্তই হয়েছিলাম।

আমরা কিছু ভুল করেছিলাম হয়ত।

একঃ কোনো ভ্রমনকারী সংস্থার সাহায্য ছাড়া নিজেরাই বেড়াতে গেছিলাম।জাপানে যেতে গেলে আমার অভিজ্ঞতা বলে কোনো সংস্থার সাথে যাওয়া উচিত। নাহলে দোভাষী সাথী করা উচিত।

দুইঃ আমরা নিজেরা গাড়ি চালিয়ে পুরো দেশ ঘুরেছি। এটাও ঠিক হয়নি। কারণ বেশিরভাগ পথনির্দেশ জাপানীতে লেখা। স্থানীয় কাউকে জিজ্ঞাসা করে যে জানবেন তাও যথেষ্ট কষ্টকর ও অসুবিধাজনক প্রক্রিয়া।

আমার মতানুযায়ী জাপান বেড়াতে হলে হয় জাপানী শিখে যান নয়ত দোভাষীর ব্যবস্থা করে যান। নাহলে যাবেন না। সব মিলিয়ে আমার অভিজ্ঞতা ভালো না। যদিও তার আরও অনেক কারণ আছে। মনে আছে শেষবেলায় বাড়ি ফেরার প্লেনে চাপার আগে বলেছিলাম " যাই হয়ে যাক না কেন জাপানে আর কখনও আসব না। কেউ আসতে চাইলেও বারণ করে দেব।" আমার সঙ্গীরা কেউ প্রতিবাদ করেন নি। সবার তখন বাড়ি ফেরার তাড়া।

Rehena Khatun
renurekhena
411 Points

Popular Questions