আপনি কোন ধরনের মুভি দেখতে পছন্দ করেন?

1 Answers   5 K

Answered 2 years ago

আপনি কিংবা আমি প্রত্যেক মানুষই সর্বদা আনন্দঘন পরিবেশে বেঁচে থাকতে চাই।আনন্দ টুকু মনে ধরে রাখতে চাই।তারই ধারাবাহিকতায় মুভি দেখাটাও যে কোন মানুষের জন্য বিনোদনের অনন্য মাত্রা যোগ করে। যে কোন মুভি ই নির্দিষ্ট একটা বিষয় কে উদ্দেশ্য করে নির্মিত হয়।আর সেই মুভিগুলো কে বিভিন্ন দর্শকমহল বিভিন্নভাবে পছন্দ অপছন্দের তালিকায় যুক্ত করেন।কারো পছন্দ অ্যাকশন ধাঁচের মুভি,কারো বা রোমান্টিক, কারো ত্রিলার,কারো হরর, কারো এডভেঞ্চার,কারো অ্যানিমেশন, কারো আবার কমেডি মুভি।

সেদিক থেকে আমি আমার ব্যক্তিগত পছন্দের তালিকায় রয়েছে অ্যাডভেঞ্চার। আমি এই মুভিগুলো দেখার সময় মুভির প্রত্যেকটি চরিত্রে নিজেকে দেখার চেষ্টা করি।সাগরে হারিয়ে যাওয়া, মাঝ সমুদ্রে কোন ভাঙা জাহাজে বাঁচার জন্য লড়াই করা,খেলার ছলে জঙ্গলে গিয়ে বাড়ির রাস্তা ভুলে যাওয়া,কিংবা ভিন্ন গ্রহে আটকে যাওয়া।এই কাহিনীচিত্রগুলো আমাকে আকর্ষিত করে।সার্চবারে সার্চ করতে গিয়ে অন্যকোন মুভি সার্চ করার ইচ্ছে থাকলেও ঘুরেফিরে আমি অ্যাডভেঞ্চার এর দিকেই আগাই। ভালোলাগার একটি নিখুঁত প্রতিচ্ছবি হলো আমার পছন্দের মুভিগুলো দেখা।তা নিয়ে আমার ক্ষুদ্র জ্ঞানে গবেষণা করা।


Himel Ahmed
Himel Ahmed
630 Points

Popular Questions