প্রথমেই বলে নেই, আমি একজন ফুল স্ট্যাক ওয়েভ ডেভেলপার। আমার নিজের সাইট ও ক্লাইন্টের সাইটের জন্য অনেক হোস্টিং নিয়ে কাজ করেছি।
বর্তমানে অনেক হোস্টিং সার্ভিস প্রোভাইডার আছে। ভাল মানের থেকে খারাপ। তবে একটা বিষয় কি জানেন, এই প্রশ্নটা যদি আপনি আপনার সাইটের হোস্টিং বাছাই করার জন্য করে থাকেন তাহলে আমার মনে হয়, আপনি অন্য দিকে হাটছেন।
হোস্টিং বাছাই করা নির্ভর করে আপনার সাইটের উপর। আপনার সাইট কি রকম? ভিজিটর কেমন হবে। কেমন সিকিউরিটি লাগবে। কি কি সুবিধা চাচ্ছেন।
আমি যেভাবে হোস্টিং বাছাই করি।
ছোট ও নরমাল সাইটের জন্য যে কোন দেশি হোস্টিং ভাল।
দেশি মাঝারি বা ইন্টারন্যাশনাল সাইটের জন্য - Hostgator, Bluehost, a2Hosting, Inmotion, Siteground, Godaddy, Namecheap ইত্যাদি ভাল।
বড় বা যেকোন সাইটের উচ্চ গতি, ভাল নিরাপত্তা ও সুবিধার জন্য - Cloud Hosting ভাল।
আশা করি আমার উত্তর কিছুটা উপকারে আসবে।
Jamal Ahsan publisher