Answered 3 years ago
আচ্ছা, কখনো খেয়াল করেছেন, অনেকদিনের পুরোনো আটা বা অনেকদিনের পুরোনো চাল, বা মশলা কোনো জার বা বড়ো কৌটার মধ্যে শক্ত করে বন্ধ করা থাকলেও অনেকসময় পোকা জন্মে যায়। কোনোদিন ভেবে দেখেছেন এই পোকাগুলো আসে কোত্থেকে?
আঁটোসাটো করে লাগানো কৌটার মধ্যে পোকা বাইরে থেকে তো ঢুকতে পারেনা, তাহলে কোত্থেকে আসে। শুনলে অবাক হবেন।
পোকার ডিম থেকে। হ্যাঁ আপনি ঠিকই পড়েছেন।
তাহলে এই ডিম কোত্থেকে আসে! ডিম আগে থেকেই আটার মধ্যে, বা চালের সাথে মিশে ছিলো। খাদ্যশস্য যখন মাঠ থেকে মেশিনে যায় তখন পোকার ডিম ও মিশে থাকে। মেশিনের তাপমাত্রা খুব বেশি থাকে না বলে পোকার ডিম নষ্ট হয় না।
তাই যখন সেই আটা বা গুড়ো মশলা বা চাল অনেকদিন কৌটার মধ্যে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে তখন সেগুলোর মধ্যে থাকা পোকার ডিম গুলো ফুটে বাচ্চা বেরিয়ে যায়।
nabilahmed publisher