আপনি কি সিঙ্গেল নাকি কারও সাথে সম্পর্ক আছে ?

1 Answers   10.6 K

Answered 2 years ago

করিনা বা করার প্রয়োজন হয়নি, প্রয়োজন এ মাস্টারবেশন করি।

না করার কারণ,

আমি প্রচুর বই পড়ি আমি চাইনা এই সময়টা কেও ম্যাসেজ বা কল দিলে ডিস্টার্ব করুক।

আমি পার্ট টাইম ফুল স্টাক ইঞ্জিনিয়ার এর জব করি এবং আমার ব্যাক্তিগতভাবে বিভিন্ন কম্পানির সাথে পরিচয় থাকে এবং তাদের জন্য offensive and defensive CLI security software তৈরি করতে হয় তখন আমি প্রচুর ব্যাস্ত থাকি। এই সময়টা ঠিকমতো গোসল ও দিতে পারিনা ২-৩ দিন।

আমি আমার এখানে একাডেমিক স্টাডির পাশাপাশি সিঙ্গাপুর EC Council এ অনলাইন এ ইনফরমেশন সিকিউরিটি নিয়ে পড়াশোনা করতেছি তাই একসাথে ২ টা বিষয় নিয়ে পড়তে হয়।

আমি ইতিহাস এবং তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়েও ব্যাক্তিগত ভাবে স্টাটি করি এখানেও আমার সময় দিতে হয় যদিও এটি প্রথম পয়েন্ট এর সাথেই হয়ে যায়, অতিরিক্ত টাইম বের করতে হয়না তেমন। কিন্তু উপন্যাস এবং গল্পের বই পড়ার সময় আলাদা।

আমি অনেক বড় সুপার হিরো ফ্যান তাই নিয়মিত কমিকস পড়ি এটাও অনেক ভালো লাগে এবং সময় দেই এখানে।

মোট কথা আমার কাছে সব কাজ এর সময় আছে যেগুলো আমি ভালোবাসি করতে কিন্তু প্রেম করার মতো সময় নেই কারণ এটি আমার পছন্দ না। আমি চাই আমার প্রথম স্পর্শটা হোক আমার অর্ধাঙ্গিনীর, এবং এটি তার অধিকার ও। তাই কারো অধিকার ক্ষুণ্ন করা আমার বিবেক এ বাঁধে।

Rabiya Khatun
rabiyakhatun
482 Points

Popular Questions