আপনি কি বিশ্বাস করেন যে যদি কোনো মানুষের বন্ধুর সংখ্যা খুব কম হয়, তার মানে সেই মানুষটি স্মার্ট বা বুদ্ধিদীপ্ত? কেন?
0
0
1 Answers
9.7 K
0
Answered
2 years ago
সুন্দর প্রশ্ন. ধন্যবাদ আমাকে এই প্রশ্নের উত্তরদাতা রূপে নির্বাচন করার জন্য । হ্যা, আমি বিশ্বাস করি যে সকল মানুষের বন্ধু সংখ্যা কম তারা বুদ্ধিমান হয়ে থাকেন আর সাথে স্মার্টনেস । কারণ একটা মানুষ যখন একা থাকে বা একা থাকা পছন্দ করে তাহলে সে নিজের সাথে অনেকটা সময় কাটায় । এই সময়ে সে নিজের জীবন আর তার পরিধি, নিজস্ব ক্ষমতা, বিশেষ কোনো কাজে দক্ষতা অর্জন করে থাকে । অতিরিক্ত বন্ধুআসক্ত মানুষদের মধ্যে আড্ডা মারার প্রবণতা বৃদ্ধি পায়, আর যাতে করে সে কাজের প্রতি মনোনিবেশ সে রকম ভাবে করতে পারে না। নতুন কিছু করা তো দূরের কথা নিজের নির্দিষ্ট কাজটুকু পর্যন্ত অনেক সময়ই শেষ করতে পারে না ।কম সংখ্যাক বন্ধু যদি সত্যিকারের বন্ধু হয়, যে কিনা সুখে দুঃখে সবসময় পাশে থাকে এমন । কিন্তু দুঃখের বিষয় আজকাল সত্যিকারের ভালো বন্ধু পাওয়া মুশকিল। সুখের দিনে পাশে পাওয়ার লোকের অভাব হয় না কিন্তু দুঃখের দিনে পাশে দাঁড়ানোর মতো কাউকে খুঁজে পাওয়া যায় না । একা কম কথা বলা মানুষ কাজের প্রতি একনিষ্ঠ হোন, সাথে এরা প্রচুর বুদ্ধিমান হয়ে থাকেন । যে কোনো কাজ একা করার মতো ক্ষমতা এদের থাকে ।
taskinahmed publisher