আপনি কি পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করেন? কেন করেন? কিংবা কেন করেন না?

1 Answers   11.1 K

Answered 3 years ago

কোন ক্র্যাকার কোন পেইড সফটওয়্যারের ফুল একটিভেশন সিস্টেমকে বাইপাস করে দেয় ফলে সফটওয়্যারটি আর একটিভ করারই প্রয়োজন পড়ে না, সফটওয়্যারটি সারাজীবন ট্র্যায়াল ভার্সনেই থেকে যায় এবং কাজ করতে থাকে। ট্র্যায়াল ভার্সনে যদি কোন ফিচার লক করা থাকে, ক্র্যাকার সেই ফিচারকে আনলক করে দেয় এবং ফুল ভার্সন করে দেয়। আর ক্র্যাকার দ্বারা মডিফাই করা সফটওয়্যারটি যখন আপনি ব্যবহার করেন, এটাই হলো মূল ভার্সনের ক্র্যাক ভার্সন বা পাইরেটেড ভার্সন ও বলতে পারেন!

কেউ পাইরেটেড সফটওয়্যার ইউজ করলে প্রধান একটিই কারণ হতে পারে, সেটা হচ্ছে টাকা খরচ করতে রাজি না থাকা বা সামর্থ্য না থাকা। প্রফেশনাল কোন সফটওয়্যারই ফ্রীতে আসে না, অনেকের দাম অনেক বেশি হয়ে থাকে। আপনি হয়তো মাত্র কয়েক হাজার টাকা ইনভেস্ট করে নতুন বিজনেস ওপেন করেছেন, সেক্ষেত্রে অ্যাডবি ফটোশপ টাকা দিয়ে কিনে চালাতে হিমশিম খেয়ে যেতে পারেন। যেহেতু সফটওয়্যার গুলো পাইরেসির মাধ্যমে ফ্রীতে অহরাহর পাওয়া যায়, তাই কেনার চিন্তাও করে দেখে না কেউ!

কেউ যদি পাইরেটেড সফটওয়্যার ইউজ না করে, সেক্ষেত্রে বড় কারণটি হতে পারে সে সিকিউরিটি সম্পর্কে অনেক বেশি সচেতন! এগুলো সফটওয়্যারে বেশিরভাগ সময়ই ম্যালিসিয়াস কোড ইঞ্জেক্ট করানো থাকে।

কোন সফটওয়্যার যেমন ক্র্যাক করা অবৈধ, ঠিক তেমনি ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করাও অবৈধ, এই সকল বিষয় গুলো পাইরেসির দিকে ইশারা করে। ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করলে সফটওয়্যার কোম্পানিদের সাথে ধোঁকা দেওয়া হয় এবং তারা অনেক লসের শিকার হয়। কথাটি শুনতে তেঁতো হলেও সত্য, আমাদের দেশের বেশিরভাগ ইউজারই ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করেন। আর করবেও কি বলুন, যেখানে এতো কষ্ট করে কোন মতে আমরা একটি কম্পিউটার কিনতে পাই সেখানে এতো টাকা খরচ করে কীভাবে সফটওয়্যার কিনবো? শুধু পার্সোনাল ইউজাররা নয়, বরং প্রফেশনালরাও ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করেন, আর আমি এর একদমই সমর্থন করি না। আপনারা যারা ছাত্র রয়েছেন, যারা শেখার কাজে ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করছেন, যদিও এটি অবৈধ, তারপরেও আমাদের দেশের দৃষ্টি থেকে একদিকে ঠিক আছে।

কিন্তু যারা স্টুডিও চালান, বিজনেস করেন, প্রফেশনাল ভিডিও এডিট বা ফটোগ্রাফির কাজ করেন তাদের ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করা উচিৎ নয়, যেহেতু তারা তাদের কাজ থেকে মুনাফা পাচ্ছেন, তাই তাদের কর্তব্য সফটওয়্যার কোম্পানিদের সাহায্য করা।


Salmon Muqtadir
salmon
246 Points

Popular Questions