আপনি কি এমন ব্যক্তিকে সেরা পরামর্শ দেবেন যে জীবনে কী করতে হবে জানেন না?

1 Answers   3.2 K

Answered 3 years ago

আসুন আমরা একটু এগুলো করার চেষ্টা করি--


-প্রতিদিন অন্তত ১০ টাকা হলেও জমান। বছর শেষে একটা দারুণ তহবিল হবে। আপনার ভবিষ্যৎ সঞ্চয়ের ভিত মজবুত হবে।


-প্রতি মাসে মা-বাবার জন্য কিছু টাকা আলাদা করে রাখুন। বছর শেষে যা জমবে তা দিয়ে প্রিয় মা-বাবাকে তাদের পছন্দমতো উপহার দিন।


-আপনার পতিত জমিতে গাছ লাগিয়ে দিন। সে গাছ যোগাবে অক্সিজেন। আর ১৫-২০ বছর পরে আপনি হবেন আপনার পরিবারের অক্সিজেন।


-প্রতিমাসে অন্তত ৫ টি করে বই কিনুন। বছর শেষে ৬০ টি বই আপনার দখলে। আর দশ বছর পরে বইয়ের সংগ্রহ বেড়ে দাঁড়াবে ৬০০ তে। আপনি একটি লাইব্রেরির মালিক হবেন।


-প্রতিদিন ৫ পৃষ্ঠা হলেও পড়ুন। একজন উত্তম পাঠক হবেন। তৈরি হবে একটি আলোকিত প্রজন্ম।


-মাতৃভাষার বাইরে অন্তত একটি ভাষায় দক্ষ হয়ে উঠুন। ভাত-কাপড়ের অভাব হবে না।


-প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা অনুশীলন করুন। ভয় কেটে যাবে। মনে রাখবেন, অজ্ঞতা ও ভয়ের চেয়ে বড় কোনো শত্রু নেই।


- প্রতিদিন ১৫ মিনিট হলেও হাঁটুন। আপনার একঘেয়েমি ভাব কেটে যাবে। আপনি সুরক্ষিত থাকবেন।


-প্রতি মাসে অন্তত একবার ভ্রমণ করুণ। আপনার অন্তরাত্মা জেগে উঠবে। ভিতর থেকে শুদ্ধ হতে ভ্রমণ এক অপ্রতিরোধ্য টনিক।


Rayahan
rayahan
338 Points

Popular Questions