Answered 2 years ago
যা জানলে চাকরি তোমাকে খুঁজে নেবে!
চাকরির জন্যে দরকার অভিজ্ঞতা আবার অভিজ্ঞতার জন্যে চাকরি।
চাকরি আর অভিজ্ঞতার চক্করে ফেঁসে গিয়ে হা- হুতাশ না করে চলো বরং এর চেয়ে জেনে নেওয়া যাক চাকরির বাজারে প্রতিযোগীতার দৌড়ে নিজেকে কী করে এগিয়ে রাখা সম্ভব!
১) কমিউনিকেশন স্কিলগুলো ঝালিয়ে নাও। বাংলা ও ইংলিশে বলা ও লেখার দক্ষতা বাড়াও।
২) সফটওয়্যার শেখো। ওয়ার্ড, এক্সেল আর পাওয়ারপয়েন্ট শিখে ফেলো ভালো মতো।
৩) কর্পোরেট গ্রুমিং অর্থাৎ নেটওয়ার্কিং বডি ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত ব্যাপারে সতর্ক হও।
টেন মিনিট স্কুল, বহুব্রীহি ডট কম, শিক্ষক ডট কম, মুক্তপাঠ ডট গভ ডট বিডি, থেকে ফ্রি তে করে নাও সফট, হার্ড স্কিলের জন্য প্রয়োজনীয় কোর্সগুলো। এছাড়া ক্রাশ কোর্স, খান একাডেমি ইউটিউব চ্যানেলের সাহায্য নিতে পার।
হ্যাপি লার্নিং 😘
rayhanrafi publisher