Answered 3 years ago
যেহেতু আমি একজন কম্পিউটার প্রোগ্রামার সেহেতু আমার অন্যদের তুলনায় একটু বেশি জানা একদম স্বাভাবিক(যারা আসলে শুধু গান শোনা বা ভিডিও দেখার জন্য কম্পিউটার ব্যাবহার করে তাদের থেকে). এখন আসি আসল কথায়, সবার আগে আমি যেই বিষয়টা খেয়াল করতাম (প্রোগ্রামিং শিখার আগে) যে আমরা আসলে যেটা জানি না সেটা নিয়ে আমাদের অনেক ভয় আর শঙ্কা কাজ করে. তাই আমি বলতে চাই যে যাদের কাছে কম্পিউটার আছে তাদের কিছু ব্যাসিক জানা আবশ্যক যেটা অনেকেই জানে না. যেমন ধরুন প্রথমেই আসি উইন্ডোজ ইনস্টল দেওয়ার ব্যাপারটা, তারপর অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কিত জিনিসগুলো, হালকা ভিডিও এডিটিং, ফাইল ফরম্যাশন চেঞ্জ করা, ইমেইল করা, ইন্টারনেট ব্রাউজিং করা ইত্যাদি. কিন্তু একটা প্রফেশনাল টিপস সবার জন্য বলতে চাই যে আপনার আর সবার মধ্যে একটা জিনিসই পার্থক্য করে দিবে যদি আপনি একটি কথা ইংরেজিতে সার্চ দিতে পারেন সেটা হলো "How to". আপনি যদি ব্রাউজার কিংবা ইউটিউব এ যেকোনো জিনিসের করার জন্য How to লিখে তারপর সেটা লিখে সার্চ দেন তাহলে আসলে দেখবেন সেটা কেউ না কেউ করে আপলোড করে রেখেছেন. এতে করে শুধু কম্পিউটার না যেকোনো বিষয়ে ভালো জানা সম্ভব.
suriyaprema publisher