Answered 3 years ago
২০২১ এ এসেও বাল্যবিবাহ নামক নোংরা জঘন্য জিনিস আমাদের দেশে হয়। ২২ বছরের একটা দামড়া ছেলে কীভাবে কোন রুচিতে ক্লাস সিক্সের বাচ্চা মেয়ের প্রতি আকর্ষণ অনুভব করে আমি ভেবে পাইনা। আরো অবাক করা বিষয় এসব সমর্থন করা লোকেরও অভাব নেই৷ ওদের একটা কমন যুক্তি, "বাল্যপ্রেম করলে সমস্যা নেই, বিয়ে করলে সমস্যা।"---- প্রেম আর বিয়ে দুইটার মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য এই জিনিসটা বোঝার মতো বুদ্ধি কীভাবে মানুষের মধ্যে থাকে না? একটা ক্লাস সিক্সের মেয়ে যদি প্রেম করে, সে খুব বেশি হলে কী করবে? তার ক্লাসমেট বা ১-২ বছর বড় কোন ছেলের সাথে মেসেঞ্জারে কথা বলবে স্কুলে লুকিয়ে লুকিয়ে হাত ধরবে। এই শেষ। কিন্তু ওই মেয়েকেই যদি বিয়ে দেয়া হয় একটা ২২ বছর বয়সী দামড়ার সাথে তখন কি হবে? তাকে একটা সম্পূর্ণ সংসারের দায়িত্ব নিতে হবে, তার মা বাবা সবাইকে ছেড়ে একটা নতুন জায়গায় থাকতে হবে, নতুন পরিবারের সাথে মানিয়ে নিতে হবে। একটা বাচ্চা মেয়ের জন্য এটা কি খুব বড় একটা বোঝা না? অথচ তার ওইসময় পড়ালেখা করার কথা ছিল। বন্ধুদের সাথে কুতকুত খেলার কথা ছিল। মানুষের বিবেকবোধ কতোটা নিচে নামলে এসব সমর্থন করতে পারে?
এখন আসি অন্য কথায়। অপ্রাপ্তবয়স্ক যেকোন কারো সাথে শারীরিক সম্পর্ক করা হল ধর্ষন। কারণ অপ্রাপ্তবয়স্ক মানুষের সম্মতি দেয়ার ম্যাচুরিটি থাকে না। তাই সে যদি সম্মতি দেয়ও তাও সেটা ধর্ষন। এখন আমাদের খবরের এই পেডোফাইল রুবেল, সে তো এই বাচ্চার সাথে লুতুপুতু প্রেম করার জন্য বিয়ে করেনি সেটা নিশ্চিত। কারণ সে নিজেও ভালো করে জানে এই বাচ্চা মেয়ে প্রেমের কিছুই বোঝে না। সে কি জন্য তাকে বিয়ে করেছে সেটা আপনারা ভালো করেই জানেন৷ আমাদের আশেপাশে বাচ্চা বাচ্চা মেয়েদের শরীরের প্রতি লোভাতুর দৃষ্টিতে তাকানোর মতো লোকের অভাব নেই। এই শিশুকামী লোকজন বাল্যবিবাহকে বৈধতা দেয়ার চেষ্টা করে তাদের নোংরা উদ্দেশ্য চরিতার্থ করার জন্য।
এখন, এই বাচ্চা মেয়ের সাথে যদি আমাদের রুবেল সাহেব রতিক্রিয়া করে, তবে তার বাচ্চা মেয়েটির অপরিপক্ক যৌনাঙ্গের কী কী ক্ষতি হতে পারে তা যেকোন ডক্টরকে জিজ্ঞেস করলেই জেনে যাবেন। এই মেয়ে প্রেগন্যান্ট হবে ২ বছর পর। তখন কি হবে? তার বাড়ন্ত বয়সের সময় যদি সে গর্ভধারন করে, তবে তার নিজের যেখানে অনেক পুষ্টি দরকার, সেখান থেকে ভাগ দিতে হবে তার বাচ্চাকে। আল্টিমেটলি পর্যাপ্ত পুষ্টি মা না বাচ্চা কেউই পাবে না।
আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দেশকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়ে তুলতে। সেই বঙ্গবন্ধু, যিনি '৭১ এর সকল ধর্ষিতা নারীদের পিতা হিসেবে নিজেকে ঘোষনা করেছিলেন। আজ তার দেশেই কিছু মানুষরুপী কীট বাল্যবিবাহ নামক শিশুধর্ষনকে সমর্থন দিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সরকার অনেক পদক্ষেপ গ্রহন করেছেন এটা বন্ধ করতে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত মানুষের মানসিকতা উন্নত হচ্ছে। সরকারের পক্ষে এটাকে পুরোপুরি বন্ধ করা সম্ভব না।
tarik006 publisher