Answered 3 years ago
এলন মাস্ক একবার সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদের জন্য একজন মানুষের সাক্ষাতকার গ্রহন করছিলেন। মানুষটি একটি হাঁস-মুরগির খামার গড়ে তোলার কাজ করেছিলেন এই মজার বৈশিষ্ট্যটি এলনের চোখে ধরা পড়েছিল।
পুরো সাক্ষাতকার জুড়ে এলন কারিগরি বিষয়ে কিছু জিজ্ঞেস না করে শুধু হাঁস-মুরগির খামারে তার কাজ করার অভিজ্ঞতা ও সেখানকার সকল সমস্যার কথা জিজ্ঞেস করেন।
একটি হাঁস-মুরগির খামারে কাজ করার অভিজ্ঞতা কেমন তা জানার বিষয়ে তিনি আসলেই কৌতুহলী ছিলেন, যদিও এই তথ্য তার কোন কাজে লাগবেনা।
যদি আপনার সামনে দাঁড়ানো লোকটি নতুন কিছু শেখার বিষয়ে কৌতুহলী হয় তাহলে নিশ্চিতভাবেই এটা তার বুদ্ধিমত্তার পরিচয়।
nazninahmed publisher