আপনার সাথে কাছের কেউ বিশ্বাসঘাতকতা করেছিল কি? সে ঘটনাটি কী ছিল? সেই ঘটনাটি থেকে আপনি কী শিখেছেন?

1 Answers   8.8 K

Answered 3 years ago

এই দুনিয়া একমাত্র নিজের মা-বাবা ছাড়া সবাই কোনো না কোন ক্ষেত্রে সবার সাথেই বিশ্বাসঘাতকতা করে থাকে।সেটা হোক নিজের ভাই-বোন আত্নীয় স্বজন বন্ধু বান্ধব। তবে আলহামদুলিল্লাহ আমার সাথে আমার ফ্যামিলির কেউ বিশ্বাসঘাতকতা করে নাই। এই দিক দিয়ে আমি আমার ফ্যামিলি নিয়ে গর্বিত। তবে জীবনে অনেক মানুষকে বিশ্বাস করে ঠকেছি, তার মধ্যে সবচেয়ে বেশি যাদের বিশ্বাস করে ঠকেছি তারা হলো আমার ফ্রেন্ড। যাদের সাথে ছিলো আত্মার সম্পর্ক। কিন্তু কথায় আছে টাকা সব সম্পর্কের উর্ধে। নিজের টাকা দিতে তাদের উপকার করে নিজেই তাদের কাছে খারাপ হয়েছি। তারপর তাদের সাথে সম্পর্ক রাখতে চেয়েছি এবং ছিলো অনেক দিন। কিন্তু যখন তাদের অবস্থার উন্নতি হলো তখন আর আমারে চিনে না। আমার অবস্থা যে তাদের চেয়ে ভালো ছিলো তা না। কিন্তু সময় সাপেক্ষে তারা আমার চেয়ে ভালো কাউকে বন্ধু হিসেবে পেয়েছে এবং তাদের গ্রহণও করেছে। মজার বিষয় হলো ঠিক কয়েকদিন পর তাদের সেই বড়লোক বন্ধু গুলোই তাদের জীবনে অভিশাপ হিসেবে পরিনত হয়েছে। তখন তারা বিপদে পড়ে যখন আমার খোজ করা শুরু করে তখন আর আমাকে খুঁজে পায় না। তাদের সাথে কথা বন্ধ করার পর থেকে আমি আমার সকল সোশ্যাল মিডিয়া ডিএক্টিভেট করে দেই, কন্ট্রাক্ট নাম্বার চেঞ্জ করে নেই। অন্যদের কাছ থেকে মাঝে মাঝে তাদের খোজ খবর নিতাম তারাও নিতো কিন্তু কারো কাছ থেকে আমার নিদিষ্ট কোন তথ্য তারা পেত না। আমিও তাদের ছাড়া বিন্দাষ লাফর চালিয়ে গেলাম। তবে এখন মাঝে মাঝে দেখা হয় কেউ কারো সাথে কোন কথা বলি না, মনে হয় কেউ কাউকে কখনোই চিনি না। যাইহোক আমি আমার ঐ বন্ধুদের বিশ্বাসঘাতকতা থেকে অন্ততপক্ষে এইটুকু শিক্ষা পেয়েছি যে, নিজের পরিবার ছাড়া কারো সাথে এতো ঘনিষ্ঠ হওয়ার কোন দরকার নাই। নিজের জীবনে আগে পরিবারকে গুরুত্ব দেওয়া উচিত পরে বন্ধু-বান্ধব।


Saifullah
saifullah
264 Points

Popular Questions