আপনার মোবাইলে থাকা সবচেয়ে পছন্দের ছবি কোনটি?

1 Answers   12.9 K

Answered 2 years ago

বাচ্চাটা ছুটির দিন ছাড়া বাবাকে কাছে পায় না। ছবিটা অনেক বছর আগের তোলা। তখন আমি চাকরি করি। ভোরবেলা বাসা থেকে বের হই, রাতে বাসায় ফিরি। সকালে যখন কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হই, মেয়ে থাকে ঘুমিয়ে। আবার আমি যখন রাতে বাসায় ফিরি, তখন কন্যা গভীর ঘুমে। দিনের পর দিন একই কাহিনী। একই ঘটনা। মেয়েটার সাথে আমার দেখাই হয় না। কথা হয় না।

সপ্তাহে একদিন ছুটি পাই। শুক্রবার। সারা সপ্তাহ অনেক খাটনির পর শুক্রবার শুধু ঘুম পায়। বেলা ১২ টা পর্যন্ত ঘুমাই। এদিকে কন্যা ঘুম থেকে উঠে দেখে আমি ঘুমাচ্ছি। আমাকে বাসায় দেখে সে ভীষন খুশি। তার মা বলেছে, বাবাকে ঘুমাতে দাও। ডেকো না। তাই সে আমাকে ডাকেনি। ছবিটা তুলেছে কন্যার মা। এই ছবিটা আমার ভীষণ ভালো লাগে। আমি প্রতিদিন একবার করে ছবি দেখি। বড় ভালো লাগে।

আমার কন্যা জানে না, সকালে যখন আমি কাজে বের হই, তখন সে ঘুমে থাকলেও আমি তার কপালে একটা চুমু দিয়ে বাসা থেকে বের হই। আবার রাতে বাসায় ফিরে ঘুমানোর আগে কন্যাকে একটা চুমু দিয়ে ঘুমাতে যাই।

Alamin
Alamin
463 Points

Popular Questions