আপনার মতে সর্বশ্রেষ্ঠ কমিক বই/সিনেমার খলনায়ক কে? কেন?

1 Answers   12.5 K

Answered 3 years ago

অবশ্যই " The God Of Mischief LOKI"

আসলে Loki ভিলেন নাকি হিরো নাকি এন্টি হিরো এই নিয়ে কয়েক ঘন্টা তর্ক বির্তক চালানো যায়। তারপরেও THOR এবং The Avengers সিনেমায় মেইন ভিলেন হিসেবেই তার এন্ট্রি।যদিও পরবর্তিতে তার জনপ্রিয়তা অনেক হিরোর চাইতে এমনকি ক্ষেত্রবিশেষে Thor এর চাইতেও বেশি। এখন পর্যন্ত তিনবার লোকির মৃত্যু হয়েছে। সবশেষ ১০৫৪ বছর বয়সে থানোসের হাতে তার মরন হয়। আবার কী লোকি ফিরে আসবে? সেটা না হয় গড অফ মিসচিফের উপরেই ছেড়ে দেওয়া থাক।

Sojib Shariar
sojibsahriar
503 Points

Popular Questions