আপনার মতে বাংলাদেশে নাস্তিক তৈরীতে আলেমদের কোন ভূমিকা আছে?

1 Answers   12.6 K

Answered 3 years ago

নাস্তিকতা অনেক কঠিন ব্যাপার বলে মনে হয় আমার কাছে। বিশেষ করে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে। যেখানে প্রকৃত শিক্ষিত (আনবায়াসড এবং রেশনাল থিংকিং করা) মানুষের সংখ্যা এক শতাংশ হবে কিনা সন্দেহ। এখানে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কুসংস্কারে বিশ্বাস করে। বাকিদের কথা বাদই দিলাম। এমন সমাজে পড়াশুনা করে, ক্রমাগত চিন্তা করে, প্রশ্নের নিরপেক্ষ উত্তর খুজে খুজে নাস্তিক হওয়া বেশ বেশ কঠিন। তবে এমন আলেমরা স্বল্পশিক্ষিত মানুষেরও চোখ খুলে দেয়। এসব ওয়াজ শুনে শুনে মাধ্যমিকের গন্ডি না পেরোনো একজনও ইসলামের ভয়ংকর রূপ সম্বন্ধে জানতে পারে। তার মধ্যে ইসলাম ও কুরান সম্বন্ধে নিরপেক্ষভাবে জানার আগ্রহ সৃষ্টি হয়। আসলেই কি ইসলাম এতোটা ভয়ানক? এরপর অন্য কোনো ওয়াজির ওয়াজ না শুনে যখন নিজস্ব চেষ্টায় কুরান হাদিস ঘাটতে থাকে, তখনই প্রশ্নের উত্তর পায়।


তবে ইনি কিন্তু যা বলছেন কুরান থেকেই বলছেন।


Akhi Khatun
akhikhatun
267 Points

Popular Questions