Answered 2 years ago
আমস্টারডাম,হল্যান্ডের রাজধানী।পানি ব্যবস্থাপনার এক বিস্ময়কর উদাহরণ।সমুদ্র সমতল থেকে দুই মিটার নীচু একটা শহর।অজস্র খাল আর দৃষ্টিনন্দন ছোট ছোট সেতুর সাথে দ্বীপ সদৃশ টুকরো টুকরো ভূমি আর মানবসৃষ্ট বনভূমি জুড়ে নির্মিত এক শহর।শহর জুড়ে যখন আপনি সাইকেলে চড়ে ঘুরে বেড়াবেন তখন মনে হবে এই শহর সুখের শহর,এখানে প্রতিটা মানুষ সুখী।ফুলে ফুলে ছেয়ে আছে চারদিক,ভ্রমর উড়ছে আর প্রজাপতিরা বার্তাবাহকের দায়িত্ব নিয়ে ফুল থেকে ফুলে প্রেম নিবেদন করছে।
Harun Khan publisher